শুধু বেতন না—ভ্রমণ খরচও পাবেন শিক্ষকরা!
শুধু বেতন না—ভ্রমণ খরচও পাবেন শিক্ষকরা!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৬,৬৯৩ কোটি টাকার বাজেট বরাদ্দ: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম কিস্তি ছাড়
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ১০ জুলাই ২০২৫:
২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য প্রথম কিস্তির অর্থ বরাদ্দ ও মঞ্জুর করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব শাখার উপপরিচালক মোঃ নুরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ এর আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৬,৬৯৩ কোটি ৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই অর্থ সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) ও টাউন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (টিপিইও) মাধ্যমে সরকারি বিধি অনুসারে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে এবং নির্দিষ্ট খাতে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্তৃপক্ষকে পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে।
বরাদ্দের শর্তাবলী অনুযায়ী:
-
এ অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে নির্ধারিত কোডের আওতায় বরাদ্দকৃত বাজেট থেকেই মেটানো হবে।
সরকারি বিধিমালা অনুসরণ না করে ব্যয় করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
-
শিক্ষকরা মাসিক সমন্বয় সভা ও সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রে বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় পাবেন।
-
অব্যয়িত অর্থ ৩১ মে ২০২৬ এর মধ্যে সরকারকে ফেরত দিতে হবে।
-
এই বরাদ্দ থেকে পিইডিপি-৪ এর আওতায় নিয়োজিত সহকারী শিক্ষকদের বেতন-ভাতাও পরিশোধযোগ্য।
-
বিদ্যুৎ, পানি, ভূমি উন্নয়ন কর ও পৌর করের বকেয়া বিল পরিশোধে এই অর্থ ব্যবহার করা যাবে।
এই বরাদ্দের ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংক্ষিপ্ত তথ্য:
📌 বরাদ্দকৃত অর্থ: ১৬,৬৯৩ কোটি টাকা
📌 অর্থবছর: ২০২৫-২৬
📌 ব্যবহৃত হবে: শিক্ষক-কর্মচারীদের বেতন, অফিস খরচ, ইউটিলিটি বিল, ভ্রমণ ব্যয়
📌 বরাদ্দ কর্তৃপক্ষ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
📌 তত্ত্বাবধানে: ইউপিইও ও টিপিইও
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
২৯ স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৭.২০২৫-২৯৫ (৫১৩)
তারিখ: ২৬ আষাঢ় ১৪৩২
১০ জুলাই ২০২৫
বিষয়ঃ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ১ম কিস্তির বরাদ্দ ও মঞ্জুরী প্রদান
উপর্যুক্ত বিষয় অনুসারে ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ-এ কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ১৬৬৯৩,০৪,৫৫,১০০/- (ষোল হাজার ছয়শত তিরানব্বই কোটি চার লক্ষ পঞ্চান্ন হাজার একশত) টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হলো। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও এর আয়ন-ব্যয়ন কর্তকর্তাগণকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা প্রদান করা হলো।
শর্তাবলীঃ
- এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটানো হবে;
- এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;
- ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবার ব্যবহারসহ অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ মাসিক ভিত্তিতে ব্যয় করতে হবে। যে সকল শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে অন্যত্র ভ্রমণ করে থাকেন, সে সকল শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন;
- অব্যয়িত অর্থ ৩১ মে, ২০২৬ এর মধ্যে সমর্পণ করতে হবে;
- ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি৪) এর আওতায় কুরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের কর্মরত সহকারী শিক্ষকগনের বেতন-ভাতাদিসহ অন্যান্য সেবাখাতের ব্যয় নির্বাহ করা যাবে;
- বিদ্যুৎ, পানি, ভূমি উন্নয়ন কর ও পৌর করের বিল (বকেয়াসহ) পরিশোধ করা যাবে;
No comments
Your opinion here...