৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি ঘোষণা
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি ঘোষণা
👉৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা – প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি
ঢাকা, ১০ জুলাই ২০২৫:
৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের ০২ জুলাই ২০২৫ তারিখের স্মারক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৮ জুলাই ২০২৫ তারিখের নির্দেশনার আলোকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশ জারি করেছে। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.১৪০৩ অনুসারে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাগণকে উক্ত ছুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এ উপলক্ষে জারি করা পত্রে উল্লেখ করা হয়, "৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটির প্রজ্ঞাপন মোতাবেক পদক্ষেপ নিতে হবে।"
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত পত্রে এক পৃষ্ঠার একটি সংযুক্ত নির্দেশনাও প্রদান করা হয়েছে।
ছুটির দিনটি উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে ছুটির দিনটি যাতে যথাযথভাবে পালন করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
No comments
Your opinion here...