ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ প্রসঙ্গে প্রাগম এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ প্রসঙ্গে প্রাগম এর পত্র। (০৪/০৪/২০২৫)

👉মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরন প্রসঙ্গে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

www.dpe.gov.bd

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নং ৩৮.০১.০০০০.৯০০.০৭.০০১.২৫.১০০৮

তারিখ: ২১ বৈশাখ ১৪৩২

০৪ মে ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ প্রসঙ্গে। 

সূত্র: প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.০১.৪০১.২৪.৬৬২  তারিখ: ২৪ এপ্রিল ২০২৫

প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.০১.৪০১.২৪.৬৬২.৬৭৪ তারিখ: ২৯ এপ্রিল ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ৪১০০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর (প্রজেক্টর স্ক্রিন, পাওয়ার স্ট্রিপ, রিমোট, লেজার পয়েন্টার, ব্যাগ, ভিজিএ কেবল, পাওয়ার কেবল, এইচডিএমআই কেবল, ইত্যাদিসহ টেকনিক্যাল স্পেসিফিকেশনে বর্ণিত সকল এক্সেসরিজ] সহ ২০টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরবরাহ করা হয়। তন্মধ্যে, সরবরাহকারী প্রতিষ্ঠান (গ্লোবাল ব্রান্ড প্রাঃ লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এবং ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড) কর্তৃক সরবরাহকৃত প্যাকেজ নম্বর জিডি ১০১.০৪, জিডি ১০১.০৫, জিডি ১০১.০৭, জিডি ৩০১.০৪, জিডি ৩০১.০৭, জিডি ৩০১.০৮ এবং জিডি ১০১.০৫ এর অধীনে ২৪৮০৭টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ১৫টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গঠিত Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক সঠিক সংখ্যায় গ্রহণ করা হয়েছে।

২। এমতাবস্থায়, ১৫টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গ্রহণকৃত মাল্টিমিডিয়া প্রজেক্টরসমূহ বিতরণকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নিম্নবর্ণিত ছকের সংখ্যা ও সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে মাল্টিমিডিয়া প্রজেক্টর বুঝে নিয়ে বিতরণের জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী মোট মাল্টিমিডিয়া প্রজেক্টরের সংখ্যা হতে ১ম পর্যায়ে ৫নং কলামে বর্ণিত সংখ্যা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ে বিতরণ নিশ্চিত করবে এবং বিদ্যালয়ে বিতরণের প্রমাণক আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলোঃ




👉াজশাহী বিভাগ :
👉 চট্টগ্রাম বিভাগ :
👉 বরিশাল বিভাগ :
👉 সিলেট বিভাগ :
👉 ময়মনসিংহ বিভাগ :

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.