ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারে নতুন তালিকা চাইল ডিপিই

Views


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারে নতুন তালিকা চাইল ডিপিই

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতে বরাদ্দ – ২০২৫-২৬ অর্থবছরের জন্য তালিকা চেয়ে নির্দেশনা প্রদান

ঢাকা, ২৯ জুন ২০২৫:
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য মেরামত ও সংস্কার কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে ইতোমধ্যে সকল জেলা শিক্ষা কর্মকর্তাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে।

ডিপিই’র স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৪.২৫.২১১০ অনুযায়ী, বিগত তিন অর্থবছরে যেসব বিদ্যালয়ে কোনো ধরনের মেরামত বা সংস্কার কাজ হয়নি, সেসব অধিক ক্ষতিগ্রস্ত, মধ্যম ক্ষতিগ্রস্ত, স্বল্প ক্ষতিগ্রস্ত এবং সাধারণ মেরামতের আওতাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

প্রতিটি উপজেলা বা থানাভিত্তিক ৩০টি বিদ্যালয়ের তালিকা প্রস্তত করে নির্ধারিত ছক অনুসরণে তা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে, মূল কপিসহ (Original copy) আগামী ১০ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তালিকায় বিদ্যালয়ের নাম, এমআইএস কোড নম্বর, ইউনিয়নের নাম, মেরামতের ধরন (অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ) এবং প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ উল্লেখ করতে হবে। এই তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি বিদ্যালয়ের তথ্য যথাযথভাবে নিশ্চিত করতে তিনজন কর্মকর্তার যৌথ স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক করা হয়েছে। তারা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), এবং উপজেলা নির্বাহী অফিসার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারিকৃত পরিপত্রের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কাজ বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক স্বাক্ষরিত এ নির্দেশনায় একটি পূর্ণাঙ্গ নীতিমালাও সংযুক্ত করা হয়েছে, যা প্রস্তাবিত তালিকা তৈরির ক্ষেত্রে সকল উপজেলা শিক্ষা অফিসারদের অনুসরণ করতে হবে।

উদ্দেশ্য ও গুরুত্ব:
এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শারীরিক অবকাঠামোগত উন্নয়ন সাধনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশা করা যাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৪.২৫.২১১০

তারিখঃ ১৫ আষাঢ় ১৪৩২

২৯ জুন ২০২৫

বিষয়ঃ আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত-সংস্কারের লক্ষ্যে তালিকা প্রেরণ সংক্রান্ত

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত-সংস্কারের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং ৩৮.০০৬.০২০.০৭.০০. ০৪৫.২০০৯-১৩৮, তারিখঃ ২০ মে ২০১৩ এর নীতিমালার ক্রমিক নং ১(২), ১(৩), ১(৪), ১(৭), ১(৮) অনুসরণপূর্বক বিগত ০৩ (তিন) বছরে বিভিন্ন খাত হতে মেরামত-সংস্কার কাজ হয়নি এমন অধিক ক্ষতিগ্রস্ত/মধ্যম ক্ষতিগ্রস্ত/স্বল্প ক্ষতিগ্রস্ত/সাধারণ সংস্কার মেরামতযোগ্য বিদ্যালয়ের নামের তালিকা (প্রতিটি উপজেলা/থানায় ৩০টি বিদ্যালয়) নিম্নের ছকে তাঁর জেলাধীন সকল উপজেলা/থানা শিক্ষা অফিস হতে সংগ্রহপূর্বক একত্র করে মূল কপি (Original copy) আগামী ১০ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে এ অধিদপ্তরে প্রেরণের অনুরোধ করা হলো:

ছকঃ

* অগ্রাধিকার ভিত্তিতে ক্রমিক নংঃ

* বিদ্যালয়ের নামঃ

* এমআইএস কোড নংঃ

* ইউনিয়নের নামঃ

* মেরামতের ধরন অধিক/মধ্যম/স্বল্প/সাধারণ সংস্কারঃ

* প্রাক্কলনে টাকার পরিমাণঃ

স্বাক্ষর ও সীল

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার     

স্বাক্ষর ও সীল

উপজেলা প্রকৌশলী, এলজিইডি       

স্বাক্ষর ও সীল

উপজেলা নির্বাহী অফিস

সংযুক্তিঃ নীতিমালা এক প্রস্থ।

স্বাক্ষরিত

মোঃ মিজানুল হক 

পরিচালক (অর্থ)

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 










পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.