ad

"তারুণ্যের উৎসব" থিমে দেশের পিটিআই সমূহে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে নেপ

Views

 


"তারুণ্যের উৎসব" থিমে দেশের পিটিআই সমূহে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে নেপ

📍ময়মনসিংহ, ০১ জুলাই ২০২৫:
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) দেশের সকল প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) সমূহকে 'তারুণ্যের উৎসব' থিমকে কেন্দ্র করে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। নেপ থেকে জারি করা স্মারক নং ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪১১ অনুযায়ী, সংশ্লিষ্ট পিটিআই সমূহকে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ কর্তৃক দেয়ালিকা প্রস্তুত করে তা নির্ধারিত দুইটি ইমেইল ঠিকানায় প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

🔹 তারুণ্যের উৎসব: উদ্দেশ্য ও থিম
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসারে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে মূল্যবোধ, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। থিমসমূহের মধ্যে রয়েছে—

  • তারুণ্যের শক্তি

  • খেলাধুলার শক্তি

  • ঐক্যের শক্তি

  • সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার

  • পরিবেশ সচেতনতা

  • সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি

🔹 মূল্যায়নের অংশ হিসেবেও গুরুত্ব
নেপ থেকে জানানো হয়েছে যে, পরিমার্জিত ডিপিএড (বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচারস-বিটিপিটি) প্রশিক্ষণ কাঠামোয় "দেয়ালিকা প্রকাশ" একটি গঠনমূলক মূল্যায়ন উপাদান হিসেবে গণ্য হবে। তাই পিটিআই সমূহে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে থিমভিত্তিক দেয়ালিকা তৈরি ও তা উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔹 ছবি প্রেরণের নির্দেশনা
প্রস্তুতকৃত দেয়ালিকার ছবি dgnape@gmail.commahbub500@gmail.com – এই দুই ঠিকানায় পাঠাতে হবে। এর মাধ্যমে জাতীয়ভাবে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে।

🔹 কাদের জন্য নির্দেশনা?
এই নির্দেশনায় ২ পৃষ্ঠার একটি তালিকায় উল্লিখিত দেশের বিভিন্ন পিটিআই অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সময়মতো কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

👉 তরুণ প্রজন্মের মূল্যবোধ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।


জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd


স্মারক নং: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪১১


তারিখ: ১৭ আষাঢ় ১৪৩২

০১ জুলাই ২০২৫

বিষয়: তারুণ্যের উৎসব থিম বিবেচনায় 'দেয়ালিকা প্রকাশ' প্রসঙ্গে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার স্মারক সূত্র: ৩৮.০০.০০০০,০০০.০০২.২৩,০০০১.২১.৭৩৩, তারিখ: ১৯ মে ২০২৫ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'র স্মারক সূত্র: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪০৯, তারিখ: ০১ জুলাই ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ০৫ মে ২০২৫ তারিখ অনুষ্ঠিত তারুণ্যের উৎসব বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০০.০০২.২৩.০০০১.২১.৭৩৩, তারিখ: ১৯ মে ২০২৫ খ্রি. মোতাবেক 'তারুণ্যের উৎসব' বিষয়ক কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)- পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণে পিটিআই-এর প্রশিক্ষণার্থী কর্তৃক (সংযুক্ত তালিকা অনুযায়ী) দেয়ালিকা প্রকাশপূর্বক সংশ্লিষ্ট ছবি dgnape@gmail.com এবং mahbub500@gmail.com মেইলে প্রেরণ করবেন। তারুণ্যের উৎসবের থিমসমূহ হলো, তারুণ্যের শক্তি, খেলাধুলার শক্তি, ঐক্যের শক্তি, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার, পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি ইত্যাদি। উল্লেখ যে, পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণের গাঠনিক মূল্যায়নে 'দেয়ালিকা প্রকাশ' একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে মূল্যায়ন নির্দেশিকায় বলা রয়েছে।

২। এমতাবস্থায়, এ লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) সমূহকে দেয়ালিকা প্রকাশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: পিটিআই-এর তালিকা - ০২..... পাতা

স্বাক্ষরিত

সাদিয়া উম্মুল বানিন

উপপরিচালক (প্রশাসন)

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

আহ্বায়ক

তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটি

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.