"তারুণ্যের উৎসব" থিমে দেশের পিটিআই সমূহে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে নেপ
"তারুণ্যের উৎসব" থিমে দেশের পিটিআই সমূহে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে নেপ
📍ময়মনসিংহ, ০১ জুলাই ২০২৫:
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) দেশের সকল প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) সমূহকে 'তারুণ্যের উৎসব' থিমকে কেন্দ্র করে দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। নেপ থেকে জারি করা স্মারক নং ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪১১ অনুযায়ী, সংশ্লিষ্ট পিটিআই সমূহকে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ কর্তৃক দেয়ালিকা প্রস্তুত করে তা নির্ধারিত দুইটি ইমেইল ঠিকানায় প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
🔹 তারুণ্যের উৎসব: উদ্দেশ্য ও থিম
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসারে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে মূল্যবোধ, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। থিমসমূহের মধ্যে রয়েছে—
-
তারুণ্যের শক্তি
-
খেলাধুলার শক্তি
-
ঐক্যের শক্তি
-
সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার
-
পরিবেশ সচেতনতা
-
সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি
🔹 মূল্যায়নের অংশ হিসেবেও গুরুত্ব
নেপ থেকে জানানো হয়েছে যে, পরিমার্জিত ডিপিএড (বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচারস-বিটিপিটি) প্রশিক্ষণ কাঠামোয় "দেয়ালিকা প্রকাশ" একটি গঠনমূলক মূল্যায়ন উপাদান হিসেবে গণ্য হবে। তাই পিটিআই সমূহে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে থিমভিত্তিক দেয়ালিকা তৈরি ও তা উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🔹 ছবি প্রেরণের নির্দেশনা
প্রস্তুতকৃত দেয়ালিকার ছবি dgnape@gmail.com ও mahbub500@gmail.com – এই দুই ঠিকানায় পাঠাতে হবে। এর মাধ্যমে জাতীয়ভাবে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে।
🔹 কাদের জন্য নির্দেশনা?
এই নির্দেশনায় ২ পৃষ্ঠার একটি তালিকায় উল্লিখিত দেশের বিভিন্ন পিটিআই অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সময়মতো কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
👉 তরুণ প্রজন্মের মূল্যবোধ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ দেশের শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ময়মনসিংহ
www.nape.gov.bd
স্মারক নং: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪১১
তারিখ: ১৭ আষাঢ় ১৪৩২
০১ জুলাই ২০২৫
বিষয়: তারুণ্যের উৎসব থিম বিবেচনায় 'দেয়ালিকা প্রকাশ' প্রসঙ্গে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখার স্মারক সূত্র: ৩৮.০০.০০০০,০০০.০০২.২৩,০০০১.২১.৭৩৩, তারিখ: ১৯ মে ২০২৫ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি'র স্মারক সূত্র: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩২০.২৫-৪০৯, তারিখ: ০১ জুলাই ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ০৫ মে ২০২৫ তারিখ অনুষ্ঠিত তারুণ্যের উৎসব বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০০.০০২.২৩.০০০১.২১.৭৩৩, তারিখ: ১৯ মে ২০২৫ খ্রি. মোতাবেক 'তারুণ্যের উৎসব' বিষয়ক কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)- পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণে পিটিআই-এর প্রশিক্ষণার্থী কর্তৃক (সংযুক্ত তালিকা অনুযায়ী) দেয়ালিকা প্রকাশপূর্বক সংশ্লিষ্ট ছবি dgnape@gmail.com এবং mahbub500@gmail.com মেইলে প্রেরণ করবেন। তারুণ্যের উৎসবের থিমসমূহ হলো, তারুণ্যের শক্তি, খেলাধুলার শক্তি, ঐক্যের শক্তি, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার, পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি ইত্যাদি। উল্লেখ যে, পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) প্রশিক্ষণের গাঠনিক মূল্যায়নে 'দেয়ালিকা প্রকাশ' একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে মূল্যায়ন নির্দেশিকায় বলা রয়েছে।
২। এমতাবস্থায়, এ লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) সমূহকে দেয়ালিকা প্রকাশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্ত: পিটিআই-এর তালিকা - ০২..... পাতা
স্বাক্ষরিত
সাদিয়া উম্মুল বানিন
উপপরিচালক (প্রশাসন)
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ও
আহ্বায়ক
তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটি
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
No comments
Your opinion here...