সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের জিও জারি সংক্রান্ত।
Views
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের জিও জারি সংক্রান্ত।
০৮/০৫/২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
তারিখ: ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২
নম্বর- ৩৮,০০,০০০০,০০৮,০২.০১৩.২১-২৪৬
বিষয়ঃ মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২১৪/২০১৪ হতে উদ্ভূত মহামান্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগ এর ২৪.০৪.২০২৫ ইং তারিখের (Civil petition for Leave to Appeal no 3564 of 2019) সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ এর রায় বাস্তবায়ন সংক্রান্ত।
সূত্র: মহামান্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগ এর সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২, তারিখ: ২৪.০৪.২০২৫খ্রি এর রায়।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক বেতনস্কেল ১০ম গ্রেড দাবী করে রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ দায়ের করেন। উক্ত মামলায় পিটিশনারগণের পক্ষে রায় প্রদান করা হলে উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য আপীল বিভাগে লিভ টু আপীল ৩৫৬৪/২০১৯ দায়ের করা হয়। উক্ত মামলায় নিম্নরূপ আদেশ প্রদান করেন:
"Let the leave petition be posted for hearing in the list on 3rd February, 2020
and stay, as prayed for, is granted till that date"
পরবর্তীতে রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ থেকে উদ্ভূত সিপিএলএ নং-৩৫৬৪/২০১৯ এর খারিজ আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সিভিল রিভিউ পিটিশন নং-১২৪/২০২২ দায়ের করা হয়। উক্ত সিভিল রিভিউ পিটিশন-এ নিম্নরূপ আদেশ প্রদান করা হয়: ০২।
The judgment and order dated 25.02.2019 passed by the High Court Division in writ petition No 3214 of 2018 is modified to the extent that the writ petitioners-respondents shall not be entitled to selection grade and time scale benefits upon completion of 4, 8 and 12 years of service. However, this shall not bar them from receiving future benefits if selection grade and time scale are reintroduced.
With the above modification the Civil Review petition no. 124 of 2024 is dospsed of."
০৩। রীট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক পদে ১০ গ্রেড বাস্তবায়নের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রেরিত সম্ভাব্য বেতন-ভাতাদির বিবরণ নিম্নরূপ:
(ক) প্রধান শিক্ষক পদে ১০ম গ্রেড দাবীর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিলকারী ৪৫জন প্রধান শিক্ষকের মধ্যে:
No comments
Your opinion here...