৭.৫০ লক্ষ টাকার উপরে ও নিচে – সঞ্চয়পত্রে আলাদা মুনাফার হার ঘোষণা
৭.৫০ লক্ষ টাকার উপরে ও নিচে – সঞ্চয়পত্রে আলাদা মুনাফার হার ঘোষণা
📰 জাতীয় সঞ্চয় স্কীমে মুনাফার হার পুনঃনির্ধারণ, কার্যকর ১ জুলাই থেকে
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ জুন ২০২৫
জাতীয় সঞ্চয় স্কীমে মুনাফার হার নতুন করে নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা ৩০ জুন ২০২৫ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, আগামী ১ জুলাই ২০২৫ থেকে এ হার কার্যকর হবে এবং চলবে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে দুইটি ধাপে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে—
একটি ধাপ ৭.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য এবং অপরটি ৭.৫০ লক্ষ টাকার অধিক বিনিয়োগকারীদের জন্য।
🔹 স্কীমভেদে নতুন মুনাফার হার:
৫-বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে
সর্বোচ্চ মুনাফা:
🔹 ৭.৫০ লক্ষ টাকা বা তার নিচে বিনিয়োগে: ১১.৮৩%
🔹 ৭.৫০ লক্ষ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্রে
🔹 সর্বোচ্চ মুনাফা: ১১.৯৮%
পরিবার সঞ্চয়পত্রে
🔹 সর্বোচ্চ মুনাফা: ১১.৯৩%
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে
🔹 সর্বোচ্চ মুনাফা: ১১.৮২%
ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবে
🔹 সর্বোচ্চ মুনাফা: ১১.৮২%
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বছর অনুযায়ী প্রযোজ্য মুনাফার হারই প্রাপ্ত হবে। এছাড়া এক বা একাধিক স্কীমে বিনিয়োগের সম্মিলিত অংক বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারিত হবে।
🔹 পূর্ববর্তী শর্তাবলি অপরিবর্তিত
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের ক্ষেত্রে বিদ্যমান মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
🔹 পুনঃবিনিয়োগের ক্ষেত্রে নতুন হার প্রযোজ্য
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কীমসমূহে ইস্যুকালীন সময়ের মুনাফার হারই প্রযোজ্য হবে। তবে, পরবর্তীতে যদি কেউ সেসব অর্থ পুনঃবিনিয়োগ করেন, তাহলে তাঁর জন্য নতুন মুনাফার হার প্রযোজ্য হবে।
🔹 ছয় মাস পর আবার পর্যালোচনা
অর্থ মন্ত্রণালয় জানায়, এই হার ছয় মাস পর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে পুনরায় পর্যালোচনা করা হবে। তবে যেসব বিনিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে পুরোনো হারই নির্ধারিত মেয়াদ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
🔹 বিনিয়োগকারীদের সন্তুষ্টি
মুনাফার হার সামান্য বাড়ানোর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে অনেকেই বলছেন, মুদ্রাস্ফীতি ও বাজারচাহিদা অনুযায়ী হার আরও সমন্বয় করা প্রয়োজন।
📌 বিস্তারিত তথ্যের জন্য ভিজিট: www.ird.gov.bd
📎 “রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: মোবারক হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
সঞ্চয় শাখা
www.ird.gov.bd
নম্বর: ০৮.০০.০০০০.০০০.০৪১.২২.০০০৬.২০.৮৫
তারিখ: ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত 'জাতীয় সঞ্চয় স্কীম'সমূহের 'জুলাই-ডিসেম্বর', ২০২৫ সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণিসীমার ভিত্তিতে দুই ধাপে (৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে এবং ৭.৫০ লক্ষ টাকার উর্ধ্বে নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হইলো:
১) 'জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রঃ
মেয়াদঃ
১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৭৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৭২
২য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১০.২১
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.১৯ ৩য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১০.৭২ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৭০ ৪র্থ বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.২৬ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.২৩ ৫ম বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৮৩ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.৮০
২) জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
মেয়াদঃ
১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৬৫
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৬০
২য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১১.২২
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.১৬ ৩য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৮২ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.৭৭
৩) জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ পেনশনার সঞ্চয়পত্র
মেয়াদঃ
১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৮৪
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৭২
২য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৩২
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.১৯ ৩য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১০.৮৪ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৭০ ৪র্থ বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৩৯ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.২৩ ৫ম বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৯৮ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.৮০
৪) জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ পরিবার সঞ্চয়পত্র
মেয়াদঃ
১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৮১
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ৯.৭২
২য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১০.২৯
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.২৯ ৩য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১০.৮০ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৭০ ৪র্থ বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৩৫ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.২৩ ৫ম বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৯৩ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.৮০
৪) জাতীয় সঞ্চয় স্কীম' এর নামঃ ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব
মেয়াদঃ
১ম বছরান্তেঃ ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৬৫
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.৬০
২য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে: ১১.২২
৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১০.১৬ ৩য় বছরান্তে ৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে:১১.৮২ ৭.৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে: ১১.৭৭
০২। মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লিখিত ছকে বর্ণিত বছরভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হইবে; ০৩। পূর্বের বিনিয়োগের পরিমাণসহ ক্রমপুঞ্জিভূত বিনিয়োগ (এক বা একাধিক স্কীমে মোট বিনিয়োগের সমষ্টি) বিবেচনাপূর্বক উভয় ধাপে (৭.৫০ লক্ষ টাকা ও এর নিম্নে এবং ৭.৫০ লক্ষ টাকার উর্ধ্বে) বিনিয়োগসীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে; ০৪। 'জাতীয় সঞ্চয় স্কীম' এর আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এ ৪টি স্কীমের মুনাফা হার অপরিবর্তিত থাকিবে; ০৫। এ আদেশ ০১ জুলাই ২০২৫ তারিখ হইতে কার্যকর হইবে। ০১ জুলাই ২০২৫ তারিখের পূর্বে ইস্যুকৃত সকল 'জাতীয় সঞ্চয় স্কীম' এর ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে, ইস্যুকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হইবে। তবে, পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে। ০৬। এ আদেশ জারি হওয়ার ০৬ (ছয়) মাস পর জাতীয় সঞ্চয় স্কীম-এ বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হইবে; তবে
বিনিয়োগকারী, ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার, বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন; অর্থাৎ যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হইয়াছিলো, সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হইবেন; ০৭। জনস্বার্থে এ আদেশ জারি করা হইলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
মো: মোবারক হোসেন
সহকারী সচিব
অর্থ মন্ত্রণালয়
No comments
Your opinion here...