ad

হাওড়/দ্বীপ/চর অঞ্চলে কর্মরত শিক্ষক ও কর্মচারীগণকে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য বাজেট প্রস্তাব প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র।

Views

 


হাওড়/দ্বীপ/চর অঞ্চলে কর্মরত শিক্ষক ও কর্মচারীগণকে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য বাজেট প্রস্তাব প্রেরণ সংক্রান্ত প্রাগম এর পত্র। (২৪.০৪.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd

নম্বর- ৩৮.০০৮.০৩১,০০,০০,০২৬.২০১৫-২২০ তারিখ: ১১ বৈশাখ ১৪৩২ ২৪ এপ্রিল ২০২৫

বিষয়ঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন হাওড়/দ্বীপ/চর অঞ্চলে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণকে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য বাজেট প্রস্তাব প্রেরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয় হতে ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ১৫ সংখ্যক স্মারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণকে হাওড় ভাতা প্রদানের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২-এ পার্বত্য/নবসৃষ্ট/হাওর/দ্বীপ/চর/সমুদ্র উপকূলবর্তী ও দুর্গম হিসেবে উল্লিখিত সকল উপজেলাকে হাওড়/দ্বীপ/চর ভাতার আওতায় আনার বিষয়টি সানুগ্রহ বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে গত ৫ মার্চ ২০২৫ তারিখে ১৪৩ সংখ্যক স্মারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন হাওড়/দ্বীপ/চর অঞ্চলে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় শিক্ষক ও কর্মচারীগণকে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য এবং অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা হতে ২৬.০১.২০২২ তারিখে ০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫-১১ সংখ্যক স্মারক পত্রের ২ নং ক্রমিকে বর্ণিত নির্দেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাতিল করার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। বর্ণিত ২টি প্রজ্ঞাপনে উল্লিখিত উপজেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের হাওড়/চর/দ্বীপ ভাতার আওতায় আনার জন্য কি পরিমান অর্থের প্রয়োজন হবে তা জানা প্রয়োজন।

২। এমতাবস্থায়, হাওড়/দ্বীপ/চর উপজেলা হিসেবে ঘোষিত ১৬টি উপজেলা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২-এ পার্বত্য/নবসৃষ্ট/হাওর/দ্বীপ/চর/সমুদ্র উপকূলবর্তী ও দুর্গম হিসেবে উল্লিখিত সকল উপজেলাকে হাওড়/দ্বীপ/চর ভাতার আওতায় আনার নিমিত্ত নিম্নবর্ণিত ছক অনুযায়ী আগামী ০৪/০৫/২০২৫ তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.