ad

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য শুরু গ্রাফিতি প্রতিযোগিতা—কীভাবে অংশ নেবেন?

Views


স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য শুরু গ্রাফিতি প্রতিযোগিতা—কীভাবে অংশ নেবেন?

👉"জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী '২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতা – কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে ৫ লক্ষ টাকার পুরস্কার!"


বিশেষ প্রতিবেদন:
ঢাকা, ১০ জুলাই ২০২৫
জুলাই মাসকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি স্মরণে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে আয়োজন করা হচ্ছে "২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা"। এই প্রতিযোগিতা জাতীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে পালিত হবে, যার লক্ষ্য হচ্ছে দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক সচেতনতা বিষয়ে সৃজনশীল ভাবনার বিকাশ ঘটানো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় দেশব্যাপী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এই প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রতিযোগিতার মূল বিষয়বস্তু:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীরা গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তাঁদের ভাবনা ও আবেগ তুলে ধরবে।


প্রতিযোগিতার কাঠামো ও বাস্তবায়ন ধাপ:

স্থান নির্বাচন ও অংশগ্রহণ

  1. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান কমিটির নির্ধারিত দেয়ালে প্রতিযোগিতা আয়োজন করবে।

  2. নিজস্ব দেয়াল না থাকলে কমিটি নির্ধারিত দেয়ালে অঙ্কন করতে পারবে।

  3. প্রতিযোগিতার প্রয়োজনীয় উপকরণ প্রতিষ্ঠান বা শিক্ষার্থীরা নিজেরা বহন করবে।

স্তরভিত্তিক প্রতিযোগিতা

  1. উপজেলা/থানা → জেলা → বিভাগীয় → কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  2. প্রতিটি পর্যায়ে নির্ধারিত পুরস্কার ও মূল্যায়ন হবে।

গ্রাফিতি স্থান সংক্রান্ত নির্দেশনা

  1. স্পর্শকাতর বা বিতর্কিত স্থানে গ্রাফিতি অঙ্কন নিষিদ্ধ।
  2. পূর্বের গ্রাফিতি মুছতে হলে ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে।

মহানগর পর্যায়ের বাস্তবায়ন

  1. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মহানগরে থানা কমিটি এবং অন্যান্য মহানগরে সদর উপজেলা কমিটি প্রতিযোগিতা পরিচালনা করবে।


পুরস্কার বিবরণ:

🖌️ উপজেলা/থানা পর্যায় (প্রতিটি স্তরে):

  1. ১ম: ৭,০০০/- টাকা

  2. ২য়: ৫,০০০/- টাকা

  3. ৩য়: ৩,০০০/- টাকা

🖌️ জেলা পর্যায়:

  1. ১ম: ১০,০০০/- টাকা
  2. ২য়: ৭,০০০/- টাকা
  3. ৩য়: ৫,০০০/- টাকা

🖌️ বিভাগীয় পর্যায়:

  1. ১ম: ৩,০০,০০০/- টাকা

  2. ২য়: ২,০০,০০০/- টাকা

  3. ৩য়: ১,০০,০০০/- টাকা

🖌️ কেন্দ্রীয় পর্যায়:

  1. একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানকে ৫,০০,০০০/- টাকা করে পুরস্কৃত করা হবে (পুরস্কার প্রদান: ৫ আগস্ট ২০২৫)।


অনুষ্ঠান আয়োজনের জন্য বরাদ্দ:

  1. উপজেলা/থানা: ৩০,০০০/- টাকা

  2. জেলা: ৫০,০০০/- টাকা

  3. বিভাগ: ৫০,০০০/- টাকা


এই বিশাল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র শিল্প ও সৃজনশীলতাই নয়, বরং বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রাম নিয়েও সংযোগ স্থাপন করতে পারবে। অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের গ্রাফিতির ভিডিও ও ছবি সংরক্ষণ করে julyforever.gov.bd সাইটে আপলোড করা হবে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সেবা শাখা

www.shed.gov.bd

স্মারক নং-৩৭.০০.০০০০.০৬২.২৩.০০১.২২-২২৮

তারিখ: ২৬ আষাঢ় ১৪৩২ 

১০ জুলাই ২০২৫

বিষয়: জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দেশব্যাপী ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশিকা প্রেরণ

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পত্র সংখ্যা- ৩৭.০২,০০০০,০০০,১০১,১৯,০০১৫.২৫.৭৯৬৮,

তারিখ: ১০/০৭/২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দেশব্যাপী "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতার নির্দেশিকা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে এতসঙ্গে প্রেরণ করা হলো।

সংযুক্তি: বর্ণনামতে।

স্বাক্ষরিত

(জাবের মো: সোয়াইব)

পরিচিতি নম্বর: ১৭৬৮৭

সিনিয়র সহকারী সচিব

 শিক্ষা মন্ত্রণালয়।

"২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশিকাঃ

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে উদ্যাপনের লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারিখ ভিত্তিক অনুষ্ঠানমালা মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব করেছে। উক্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ সকল বিভাগে অগ্রায়ণ করেছে। অনুষ্ঠানমালার মধ্যে দেশব্যাপী মাধ্যমিক (স্কুল/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (কলেজ/সমপর্যায়ের কারিগরি ও মাদ্রাসা) "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাথে সংশ্লিষ্ট। পরিপ্রেক্ষিতে সারাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার অনুষ্ঠানের সার্বিক পরিচালনার জন্য নিম্নরূপ নির্দেশিকা প্রণয়ন করা হলো:

০১। "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার বিষয়বস্তু হতে হবে ২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান কেন্দ্রিক।

০২। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১০ জুলাই ২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০৬২.২৩.০০১.২২.২২৫নং স্মারকের অফিস আদেশ মোতাবেক গঠিত কমিটিসমূহের মাধ্যমে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও মূল্যায়ন করতে হবে।

০৩। সংশ্লিষ্ট কমিটি "২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার স্থান নির্ধারণ করবে। কোনো স্পর্শকাতর, সংবেদনশীল ও বিতর্কিত স্থান গ্রাফিতি অঙ্কনের জন্য নির্ধারণ করা যাবে না।

081 আগ্রহী প্রতিষ্ঠান কমিটি কর্তৃক নির্ধারিত স্থান/দেয়ালে নিজেদের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রতিযোগিতায় অংশ নেবে। গ্রাফিতি অঙ্কনের প্রয়োজনীয় সরঞ্জাম ছাত্র-ছাত্রীরা অথবা প্রতিষ্ঠান সরবরাহ করবে। নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় এটি করতে হবে।

০৫। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব দেয়াল নেই সেসব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ নেবে।

০৬। মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (১১শ-১২শ শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) প্রতিষ্ঠানভিত্তিক আলাদা আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

০৭। অন্য কোনো গ্রাফিতি বা সংবেদনশীল অঙ্কন মুছে গ্রাফিতি অঙ্কনের স্থান নির্ধারণ করা যাবে না। গ্রাফিতি অঙ্কনের স্থানটি নতুন ও যথোপযুক্ত হতে হবে। তবে পূর্বের গ্রাফিতি একান্তই মুছে ফেলার প্রয়োজন হলে তা ভিডিও ধারণপূর্বক সংরক্ষণ করে মুছে ফেলতে হবে।

০৮।প্রতিষ্ঠান প্রধানগণ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য হতে প্রতিযোগী নির্বাচন করবেন ও উপজেলা/থানা কমিটির সদস্যের উপস্থিতিতে প্রতিযোগীগণ সমস্ত উপকরণসহ গ্রাফিতি অঙ্কনের নির্ধারিত স্থানে সমবেত হয়ে গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করবে। অঙ্কন শেষে উপজেলা/থানা কমিটি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করবে এবং মানসম্মত ও নির্বাচিত গ্রাফিতি ও চিত্রাঙ্কনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা পৃথকভাবে জেলা কমিটির নিকট প্রেরণ করবে।

০৯। জেলা কমিটির সদস্যের উপস্থিতিতে উপজেলা/থানা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ সমস্ত উপকরণসহ গ্রাফিতি অঙ্কনের নির্ধারিত স্থানে সমবেত হয়ে গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করবে। অঙ্কন শেষে জেলা কমিটি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করবে এবং মানসম্মত ও নির্বাচিত গ্রাফিতি ও চিত্রাঙ্কনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা পৃথকভাবে বিভাগীয় কমিটির নিকট প্রেরণ করবে।

১০। বিভাগীয় কমিটির সদস্যের উপস্থিতিতে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ সমস্ত উপকরণসহ গ্রাফিতি অঙ্কনের নির্ধারিত স্থানে সমবেত হয়ে গ্রাফিতি অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করবে। অঙ্কন শেষে বিভাগীয় জেলা কমিটি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করবে এবং মানসম্মত ও নির্বাচিত গ্রাফিতি ও চিত্রাঙ্কনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা পৃথকভাবে নির্বাহী কমিটির নিকট প্রেরণ করবে। মানসম্পন্ন সকল স্থিরচিত্র ও ভিডিও julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করবে।

১১। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগর পর্যায়ের থানা কমিটি প্রতিযোগিতা বাস্তবায়ন ও মূল্যায়ন করবে এবং অন্যান্য মহানগরীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সদর উপজেলা পর্যায়ের কমিটি বাস্তবায়ন ও মূল্যায়ন করবে।

১২। উপজেলা/থানা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ-১০ম শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (১১শ-১২শ শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) প্রতিষ্ঠানভিত্তিক (১ম, ২য় ও ৩য়) নির্বাচন করে আলাদাভাবে ১ম পুরস্কার হিসেবে ৭,০০০/- টাকা, ২য় পুরস্কার হিসেবে ৫,০০০/- টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে ৩,০০০/- টাকা বরাদ্দা দেয়া হবে। অনুরূপভাবে জেলা পর্যায়ে ১ম পুরস্কার হিসেবে ১০,০০০/- টাকা, ২য় পুরস্কার হিসেবে ৭,০০০/- টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে ৫,০০০/- টাকা বরাদ্দ দেয়া হবে।

১৩। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (১১শ-১২শ শ্রেণি/কারিগরি ও মাদ্রাসার সমপর্যায়) প্রতিষ্ঠানগুলোকে আলাদাভাবে 'বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরস্কার এবং কেন্দ্রীয়ভাবে ৫ আগষ্ট ২০২৫ তারিখ একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

১৪। অনুষ্ঠান আয়োজন বাবদ উপজেলা/থানা পর্যায়ে ৩০,০০০/- টাকা, জেলা পর্যায়ে ৫০,০০০/- টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৫০,০০০/- টাকা বরাদ্দ দেয়া হবে।





 



 


 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.