বেসরকারি শিক্ষকের নিয়োগে নতুন নির্দেশনা: পুলিশ ভেরিফিকেশন এখন সরাসরি স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এনটিআরসিএ
বেসরকারি শিক্ষকের নিয়োগে নতুন নির্দেশনা: পুলিশ ভেরিফিকেশন এখন সরাসরি স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এনটিআরসিএ
📰 সংবাদ প্রতিবেদন
বেসরকারি শিক্ষকের নিয়োগে নতুন নির্দেশনা: পুলিশ ভেরিফিকেশন এখন সরাসরি স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে এনটিআরসিএ
ঢাকা, ০৯ জুলাই ২০২৫:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (০৯ জুলাই) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর পরিবর্তে সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৩.১০১.২১.২২.১০৭ নম্বর প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ববর্তী নির্দেশনার অনুচ্ছেদ ৫.১ সংশোধন করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয় প্রতিবেদন ফরম দাখিল না করেন, তাহলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
🔎 পটভূমি:
এর আগে পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নিয়ম ছিল। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় ভোগান্তির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সংশোধিত এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
📌 প্রাসঙ্গিক গুরুত্ব:
এনটিআরসিএ-এর মাধ্যমে সারা দেশে হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন এই সিদ্ধান্ত শিক্ষক নিয়োগে সময় বাঁচাবে এবং প্রশাসনিক জটিলতা কমাবে বলে মনে করছেন শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.shed.gov.bd
স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৩.১০১.২১.২২.১০৭
তারিখ: ২৫ আষাঢ় ১৪৩২
০৯ জুলাই ২০২৫
বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে (Entry Level)-এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন-এর ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত ২৫/০১/২০২৪ খ্রি: তারিখে জারিকৃত পরিপত্র নং-৩৭.০০.০০০০.০৭৩.৪৪.০১৭.১৯.১৯ এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদ ৫.১. “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-আর ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না" অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে-
“বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না"।
২.০ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
(সিদ্দিক জোবায়ের)
সিনিয়র সচিব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
No comments
Your opinion here...