ad

সরকারি অফিসে শৃঙ্খলা নিশ্চিতে কঠোর নির্দেশনা আইন ও বিচার মন্ত্রণালয়ের

Views



সরকারি অফিসে শৃঙ্খলা নিশ্চিতে কঠোর নির্দেশনা আইন ও বিচার মন্ত্রণালয়ের

👉আইন ও বিচার বিভাগে অফিস শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি: বিনা অনুমতিতে অনুপস্থিতি ও বিলম্বে উপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ

প্রতিবেদন:
ঢাকা, ২৩ জুন ২০২৫:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও দাপ্তরিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কড়া নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। ২৩ জুন ২০২৫ তারিখে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিত হওয়া অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কর্মদিবসে সকালের মধ্যে, অর্থাৎ সকাল ৯টা নাগাদ, সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। এছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে, অর্থাৎ বিকাল ৫টার পূর্বে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের (যুগ্মসচিব বা সলিসিটর) অনুমতি নিতে হবে এবং 'অফিস ত্যাগ রেজিস্ট্রার'-এ এন্ট্রি করতে হবে।

এ সকল নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে অফিস আদেশে।

আইন ও বিচার বিভাগের শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করেছেন সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান।

এ ধরনের নির্দেশনা সরকারি অফিসে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারি চাকরির পরিবেশে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার মান বজায় রাখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও কঠোর প্রয়োগ অপরিহার্য বলে তারা মনে করছেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

 আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৫

www.lawjusticediv.gov.bd

নম্বর: ১০.০০.০০০০.১২৯.১৮.০৩৮.২০.৯২৯

তারিখ: ০৯ আষাঢ় ১৪৩২

২৩ জুন ২০২৫

অফিস আদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ:

(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি;

(খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ;

(গ) বিলম্বে অফিসে উপস্থিতি।

০২। এমতাবস্থায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নিম্নরুপ নির্দেশনা প্রদান করা হলো:

(ক) সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯.০০ মিনিটের মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে;

(খ) অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে অর্থাৎ বিকাল ৫.০০ মিনিটের পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না;

(গ) অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরী প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর) এর অনুমতি গ্রহণকরত: সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত 'অফিস ত্যাগের রেজিস্ট্রার' এ এন্ট্রিকরত: অফিস ত্যাগ করতে হবে;

০৩। অনুচ্ছেদ ০২-এর ব্যাত্যয় ঘটিয়ে কোন কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৪। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

স্বাক্ষরিত

(কামরুল হাসান)

সিনিয়র সহকারী সচিব (প্রশাসন)

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.