এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করল সরকার
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করল সরকার
👉এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ ঘোষণা: বেতনের ১০-১৫% হারে মিলবে প্রণোদনা
প্রতিবেদনঃ
ঢাকা, ২৩ জুন ২০২৫:
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আশার আলো নিয়ে এলো অর্থ মন্ত্রণালয়। এবার থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ‘বিশেষ সুবিধা’ হিসেবে বছরে মূল বেতনের ১০% থেকে ১৫% পর্যন্ত অতিরিক্ত অর্থ পাবেন।
অর্থ বিভাগের অধীন ‘প্রবিধি-৩’ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৯ অথবা তদূর্ধ্ব গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীগণ প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। অপরদিকে, গ্রেড-১০ অথবা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে বিশেষ সুবিধা পাবেন, তবে এটি কোনো অবস্থাতেই ১,৫০০ টাকার কম হবে না।
এই সুবিধা কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে এবং এটি প্রতি বছর একই তারিখে প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এদিকে, পূর্বে জারিকৃত অর্থ বিভাগের আদেশ (নং ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩৩, তারিখ: ১৮/০৭/২০২৩) কে এই নতুন নির্দেশনার মাধ্যমে বাতিল করা হয়েছে।
এই পদক্ষেপকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্বাগত জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মতে, এটি শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবির প্রতিফলন এবং শিক্ষক মর্যাদা ও প্রেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই বিশেষ সুবিধা শুধু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য।
সূত্র: অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ঢাকা
নং-০৭,০০,০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৬৮
তাং ০৯/০৩/১৪৩২ ব. ২৩/০৬/২০২৫ খ্রি.
বিষয়ঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের জন্য 'বিশেষ সুবিধা' প্রদান।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেল-এর তুলনীয় গ্রেড-৯ হতে তদুর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে এবং গ্রেড-১০ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, 'বিশেষ সুবিধা' প্রাপ্য হবেন।
২। অর্থ বিভাগের আদেশ নং ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩৩, তারিখ: ১৮/০৭/২০২৩ এতদ্বারা বাতিল করা হ'ল।
স্বাক্ষরিত
(মোসাঃ শরীফুন্নেসা)
উপসচিব
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
No comments
Your opinion here...