ad

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ল

Views

 


সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ল

১ জুলাই থেকে কার্যকর হবে সংশোধিত প্রজ্ঞাপন

ঢাকা, ২৩ জুন ২০২৫:
সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। তাদের জন্য প্রদেয় ‘বিশেষ সুবিধা’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংশোধনের ঘোষণা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে ‘বিশেষ সুবিধা’র হার পুনঃনির্ধারণ করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরত সরকারি, বেসামরিক, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারীরা ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৭৫০ টাকা হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

এছাড়া, পেনশনভোগীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যারা মাসে ১৭,৩৮৯ টাকা বা তার বেশি পেনশন পান, তারা ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে, যাদের মাসিক পেনশন ১৭,৩৮৮ টাকা বা কম, তারা ১৫ শতাংশ হারে এ সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং জনস্বার্থে এটি জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে, বিশেষ করে চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বাড়তি অর্থ তাদের জীবনযাত্রায় সহায়ক হবে।

সূত্র: অর্থ মন্ত্রণালয়, প্রজ্ঞাপন নম্বর- ০৭,০০,০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৬৫, তারিখ: ২৩ জুন ২০২৫।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা
website: www.mof.gov.bd
নং-০৭,০০,০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৬৫

তারিখ: ০৯/০৩/১৪৩২ ব.
২৩/৬/২০২৫ খ্রি.

প্রজ্ঞাপন
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেল এর আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুন:স্থাপনকৃত পেনশনারগণসহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে 'বিশেষ সুবিধা' প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের ০৩ জুন ২০২৫ তারিখের নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৮৩.২৪-১৪৭ নম্বর প্রজ্ঞাপনটি নিম্নরূপ সংশোধন করা হলো:

(ক) উক্ত প্রজ্ঞাপনের ১ম অনুচ্ছেদের "এ 'বিশেষ সুবিধা' চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১,০০০ (এক হাজার) টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৫০০ (পাঁচ শত) টাকা হারে প্রদেয় হবে।” শব্দগুচ্ছ নিম্নোক্ত শব্দগুচ্ছ দ্বারা প্রতিস্থাপিত হবে: "এ 'বিশেষ সুবিধা' চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১,৫০০ (এক হাজার পাঁচ শত) টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে নূন্যতম ৭৫০ (সাত শত পঞ্চাশ) টাকা প্রদেয় হবে।";

(খ) উক্ত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ২-এর উপানুচ্ছেদ (গ) নিম্নোক্ত অনুচ্ছেদ দ্বারা প্রতিস্থাপিত হবে: “(গ) পেনশন পুন:স্থাপনকৃত কর্মচারীগণসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণের ক্ষেত্রে যেসকল পেনশনারের প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭,৩৮৯/- টাকা ও তদূর্ধ্ব, তাঁরা ১০% হারে এবং যে সকল পেনশনারের প্রাপ্য মাসিক পেনশন ১৭,৩৮৮/- টাকা ও তদনিম্ন, তাঁরা ১৫% হারে 'বিশেষ সুবিধা' প্রাপ্য হবেন।"
২। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং ০১ জুলাই ২০২৫ তারিখ হতে এটি কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত

(দিলরুবা শাহীনা) অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ
অর্থ মন্ত্রণালয় ।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.