রায়ের বাস্তবায়ন শুরু: সরকারি ৪৫ শিক্ষক পেলেন উচ্চতর বেতন গ্রেড
রায়ের বাস্তবায়ন শুরু: সরকারি ৪৫ শিক্ষক পেলেন উচ্চতর বেতন গ্রেড
রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায় বাস্তবায়ন সংক্রান্ত।
হাইকোর্টের রায় বাস্তবায়ন: ৪৫ প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর আলোকে অর্থ মন্ত্রণালয় অবশেষে তাদের বেতন গ্রেড-১১ থেকে উন্নীত করে গ্রেড-১০ করার বিষয়ে সম্মতি দিয়েছে।
গত ১৯ জুন ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, হাইকোর্টের রায় (২৫ ফেব্রুয়ারি ২০১৯), সিপিএলএ ৩৫৬৪/২০১৯ এর আদেশ (০৬ জানুয়ারি ২০২২) এবং সিআরপি ১২৪/২০২২ এর রায় (১৩ মার্চ ২০২৫) অনুসারে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষকের বেতন উন্নীত করা হচ্ছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত স্মারকে বলা হয়, এটি শুধুমাত্র রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ এর অন্তর্ভুক্ত প্রধান শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্যদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়।
প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে এই শিক্ষকরা তাদের ন্যায্য বেতন গ্রেডের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। অবশেষে আদালতের রায় ও সংশ্লিষ্ট সকল আইনি প্রক্রিয়া শেষে তারা এ সুবিধা পাচ্ছেন।
এ খবরে শিক্ষক মহলে স্বস্তি ফিরে এসেছে।
📌 প্রাসঙ্গিক তথ্য:
-
রিট পিটিশন নং: ৩২১৪/২০১৮
-
হাইকোর্ট রায়ের তারিখ: ২৫.০২.২০১৯
-
সিপিএলএ আদেশ: ০৬.০১.২০২২
-
সিআরপি রায়: ১৩.০৩.২০২৫
-
মোট প্রধান শিক্ষক: ৪৫ জন
-
পূর্বের গ্রেড: গ্রেড-১১
-
নতুন গ্রেড: গ্রেড-১০
🔍 বিশ্লেষণ:
এই সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। একইসাথে, শিক্ষা প্রশাসনে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেষ কথাঃ
সরকারি সিদ্ধান্তের এমন বাস্তবায়ন মানেই শিক্ষক সমাজের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আশাকরা যায়, এমন ন্যায়সংগত দাবির দ্রুত সমাধানে প্রশাসন আরও সক্রিয় ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
নং-০৭,০০,০০০০,০০০,১৬১,০৪,০০০৭.২৫-৯০
তারিখ:- ০৫ আষাঢ় ১৪৩২ ১৯ জুন ২০২৫
বিষয়: রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর রায় বাস্তবায়ন।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.০২.০১৩.২১-২৪৬, তারিখ: ০৮ মে ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে প্রদত্ত ২৫.০২.২০১৯ তারিখের রায়, সিপিএলএ ৩৫৬৪/২০১৯ এর ০৬.০১.২০২২ তারিখের আদেশ এবং সিআরপি ১২৪/২০২২ এর ১৩.০৩.২০২৫ তারিখের রায় অনুযায়ী প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিট আবেদনকারী ৪৫ (পঁয়তাল্লিশ) জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো। উল্লেখ্য, এটি কেবল ৩২১৪/২০১৮নং রিট পিটিশনারদের ক্ষেত্রে প্রযোজ্য।
স্বাক্ষরিত
(মোহাম্মদ গোলাম কবির)
উপসচিব
অর্থ মন্ত্রণালয়।
No comments
Your opinion here...