ad

প্রাথমিক শিক্ষার্থীদের শিখন উন্নয়নে 'এসেসমেন্ট টুলস' বাস্তবায়নে সংশোধিত কর্মপরিকল্পনা

Views


📢 প্রাথমিক শিক্ষার্থীদের শিখন উন্নয়নে 'এসেসমেন্ট টুলস' বাস্তবায়নে সংশোধিত কর্মপরিকল্পনা 

ঢাকা, ২৫ জুন ২০২৫:
প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ে দক্ষতা যাচাই এবং শিখন উন্নয়নে 'এসেসমেন্ট টুলস' ব্যবহার করে কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। "সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রণীত এসেসমেন্ট টুলস ব্যবহার করে শিখন অবস্থান নির্ধারণ ও শিখন উন্নীতকরণে সংশোধিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন" শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিখন পরিস্থিতি নির্ণয় ও উন্নয়নে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। কার্যক্রমটি বাস্তবায়নে ধারাবাহিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেসলাইন সার্ভে, কর্মপরিকল্পনা প্রণয়ন, ঘাটতি দূরীকরণ কার্যক্রম ও শিখন অগ্রগতি যাচাই।

📌 কর্মপরিকল্পনার মূল ধাপসমূহ:

১️⃣ বেসলাইন সার্ভে (১ জুলাই – ১৫ আগস্ট ২০২৫):
প্রতিটি শ্রেণির শিক্ষার্থীর তিনটি বিষয়ে শিখন অবস্থা যাচাই করবেন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক। ইউইও ও এইউইও তত্ত্বাবধান করবেন।

২️⃣ শিখন ঘাটতি চিহ্নিতকরণ ও পরিকল্পনা (১৬ – ২৩ জুলাই):
উল্লেখযোগ্য শিখন ঘাটতি চিহ্নিত করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

৩️⃣ কার্যক্রম বাস্তবায়ন (২৪ জুলাই – ৩১ আগস্ট):
ঘাটতি দূরীকরণে বিদ্যালয় পর্যায়ে পাঠদান কার্যক্রম বাস্তবায়ন।

৪️⃣ আংশিক পুনর্মূল্যায়ন (১ – ৩০ সেপ্টেম্বর):
২৫% শিক্ষার্থীর মান পুনরায় যাচাই করবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

৫️⃣ শিখন অগ্রগতি মূল্যায়ন (১ – ৩০ অক্টোবর):
১০% শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই করবেন সংশ্লিষ্ট উপজেলা বা টিআরসি কর্মকর্তারা।

৬️⃣ চূড়ান্ত মূল্যায়ন (১ – ৩০ নভেম্বর):
নমুনা ভিত্তিক শিক্ষার্থীদের শিখন উন্নয়ন যাচাই করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

📝 বাস্তবায়ন নির্দেশনা:

  • অভিভাবকসহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

  • বিভাগীয় ও জেলা টাস্কফোর্স কমিটি এবং উপজেলা এডহক কমিটিকে সম্পৃক্ত করতে হবে।

  • প্রচার কার্যক্রম জোরদার করতে হবে।

  • প্রতিদিন একটি শ্রেণির একটি বিষয়ের এসেসমেন্ট সম্পন্ন করতে হবে (১ জুলাই – ১৫ জুলাই)।

  • অন্যান্য শ্রেণির নিয়মিত ক্লাস চলবে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমায় কার্যক্রম বাস্তবায়নে নির্দেশ দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন মানোন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৬২.২১-১২২১

তারিখ: ১৯ আষাঢ় ১৪৩২

২৫জুন ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রণীত এসেসমেন্ট টুলস ব্যবহার করে শিখন অবস্থান নির্ধারণ ও শিখন উন্নীতকরণে সংশোধিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর- ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০২.২০.২৫৯, তারিখ: ১৯ মে ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এসেসমেন্ট টুলস এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে শিখন অবস্থান নির্ধারণ এবং বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা অনুসরণ করে শিখন অবস্থার উন্নয়নে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা করা আবশ্যক। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবস্থার উন্নয়নে প্রস্তুতকৃত এসেসমেন্ট টুলস এর মাধ্যমে কার্যক্রম গ্রহণের নিমিত্ত নিম্নোক্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে;

বিবরণঃ 

১) বিদ্যালয় পর্যায়ে Assessment Tools এর ভিত্তিতে ১০০% শিক্ষার্থীর প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বর্তমান অবস্থান যাচাই (Bese line survey)

সময়সীমাঃ ০১ জুলাই-১৫ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বাস্তবায়নকারীঃ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক

তত্ত্বাবধানকারীঃ ইউইও এবং এইউইও

২) শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ

সময়সীমাঃ১৬-২৩ জুলাই ২০২৫

বাস্তবায়নকারীঃ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক

তত্ত্বাবধানকারীঃ ইউইও এবং এইউইও

৩) শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কার্যক্রম পরিচালনা

সময়সীমাঃ ২৪ জুলাই-৩১ আগস্ট ২০২৫

বাস্তবায়নকারীঃ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক

তত্ত্বাবধানকারীঃ ইউইও এবং এইউইও

৪) টুলস ব্যবহার করে ১টি বিদ্যালয়ের ২৫% শিক্ষার্থীদের মান পুন: যাচাই করা

সময়সীমাঃ ০১-৩০ সেপ্টেম্বর ২০২৫ 

বাস্তবায়নকারীঃ এইউইও/থানা শিক্ষা আীফসার/সহকারী ইন্সট্রাক্টর/টিআরসি

তত্ত্বাবধানকারীঃ ডিপিইও

৫) টুলস ব্যবহার করে ১০% শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই করা

সময়সীমাঃ ০১- ৩০ অক্টোবর ২০২৫

বাস্তবায়নকারীঃ উপজেলা/থানা শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টর ইউআরসি/টিআরসি

তত্ত্বাবধানকারীঃ ডিডি ও ডিপিইও প্রাথমিক শিক্ষা

৬) টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি চূড়ান্ত যাচাই (নমুনা ভিত্তিক)

সময়সীমাঃ ০১-৩০ নভেম্বর ২০২৫

বাস্তবায়নকারীঃ অধিদপ্তরের কর্মকর্তা/বিভাগীয় উপপরিচালক, ডিপিইও. সুপারিনটেনডেন্ট, এডিপিইও

তত্ত্বাবধানকারীঃ প্রাগম

০২। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করতে হবে:

ক) গৃহিতব্য কর্মসূচিতে অভিভাবকসহ প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;

খ) বিভাগীয় ও জেলা টাস্কফোর্স কমিটি এবং উপজেলা এডহক কমিটির সভাপতি ও সদস্যগণকে কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে;

গ) শিক্ষার্থীদের মান উন্নীতকরণের কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে; এবং

ঘ) বিদ্যালয় পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নিবিড়ভাবে মনিটরিং করতে হবে।

ঙ) ০১লা জুলাই ২০২৫ থেকে ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত প্রতি কার্যদিবসে একটি শ্রেণীর একটি বিষয়ের এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। অধিক শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ে অতিরিক্ত ০১ (এক) দিন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

চ) এসেসমেন্ট চলাকালীন অন্যান্য শ্রেণীকার্যক্রম যথারীতি চলবে।

০৩। এমতাবস্থায়, উল্লিখিত কর্মপরিকল্পনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই ও শিখন অবস্থান উন্নীতকরণে প্রণীত টুলস, রেকর্ড ফরম ও নির্দেশিকা অনুসরণ এবং ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি 

পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

শিখনমান যাচাই টুলস ১ম থেকে ৫ম পিডিএফ

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.