ad

৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রকল্পে গতি আনতে ছুটির মধ্যেও কাজের নির্দেশনা

Views
৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রকল্পে গতি আনতে ছুটির মধ্যেও কাজের নির্দেশনা

ঢাকা, ২৫ মে ২০২৫:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নাধীন “ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দেশের ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ (End User Connectivity) প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত ১৮,০০০টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে।

এ লক্ষ্য পূরণে আইএসপি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পাদিত সেবাক্রয় চুক্তির মেয়াদ আগামী জুন ২০২৫-এ শেষ হতে যাচ্ছে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার ঈদুল আজহা ও অন্যান্য সরকারি ছুটিতেও আইএসপি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত নির্দেশনায় বলা হয়েছে, ছুটিকালীন সময়েও সকল আইএসপি প্রতিষ্ঠানকে বিদ্যালয়সমূহে ইন্টারনেট সংযোগ প্রদানে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমপক্ষে ৩ (তিন) দিন আগে অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ডিজিটাল শিক্ষার সুযোগ সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির অন্তর্ভুক্তি আরও জোরদার করা হচ্ছে।

৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রকল্পে গতি আনতে ছুটির মধ্যেও কাজের নির্দেশনা

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

নং-৩৮.০১.০০০০.৯০০.১০.০০২.২৪-

সূত্র: ৫৬.০৪.০০০০.১০৬.০৬.৯৯.০০১.২৪-৪৮৪, তারিখ: ২০-০৫-২০২৫

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)" শীর্ষক প্রকল্পের আওতায় ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity (ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগ) প্রদানের নিমিত্তে পবিত্র ঈদুল আজহাসহ অন্যান্য সরকারী ছুটিকালীন সময়ে সকল আইএসপি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা প্রদান প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)" শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity (ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগ) প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প থেকে ২০ মে ২০২৫ তারিখের ৫৬.০৪.০০০০.১০৬.০৬. ৯৯.০০১.২৪-৪৮৪ স্মারকমূলে প্রেরিত পত্রের তথ্যমতে ১৮,০০০টি বিদ্যালয়ের End User Connectivity স্থাপন সম্পন্ন করা হয়েছে। আইএসপি প্রতিষ্ঠানসমূহের সাথে সম্পাদিত সেবাক্রয় চুক্তি আগামী জুন-২০২৫ তারিখে শেষ হবে বিধায় অবশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। উল্লেখ্য যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity প্রদানের জন্য এই বিষয়ে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠান কর্তৃক উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ৩ (তিন) দিন পূর্বে অবহিত করার নির্দেশনা রয়েছে।

২। বর্ণিতাবস্থায়, “ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে End User Connectivity প্রদানের জন্য আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত পবিত্র ঈদুল আজহাসহ অন্যান্য সরকারী ছুটিকালীন সময়ে সকল আইএসপি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংযুক্তি: ০১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পত্র।

স্বাক্ষরিত

(মোঃ লুৎফুর রহমান) (২৫/০৫/২০২৫)

যুগ্মসচিব

পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.