ad

সরকারি কর্মচারীদের দাবী-দাওয়া পর্যালোচনায় স্থায়ী কমিটি পুনর্গঠন করলো সরকার

Views

সরকারি কর্মচারীদের দাবী-দাওয়া পর্যালোচনায় স্থায়ী কমিটি পুনর্গঠন করলো সরকার

জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে এ আদেশ

ঢাকা, ২৫ মে ২০২৫:
সরকারি কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবী-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মতামত এবং সুপারিশ প্রদানের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ২৫ মে ২০২৫ (১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিশাখার পাঁচজন যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন করে প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির সদস্যসচিব হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সচিবালয় ও কল্যাণ অধিশাখা)।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে—

  • কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবী-দাওয়া বিশ্লেষণ করে মতামত ও সুপারিশ প্রদান করবে;

  • প্রতিমাসে অন্তত একবার কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা যাবে;

  • কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শরিফুল ইসলাম।

এই উদ্যোগকে সরকারি চাকরিজীবীদের স্বার্থ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে, নিয়মিত ভিত্তিতে কর্মচারীদের দাবী-দাওয়া পর্যালোচনার একটি নির্ধারিত প্ল্যাটফর্ম থাকলে সমস্যা সমাধানে গতি আসবে এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopa.gov.bd

নম্বর: ০৫.০০.০০০০.১১০.০৬.০৩৬.২২-৭৯৬

তারিখঃ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ২৫ মে, ২০২৫

সরকারি কর্মচারীগণের বিভিন্ন দাবী-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত/সুপারিশ প্রদানের নিমিত্ত সরকারি কর্মচারীগণের দাবী-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটি নিম্নরূপভাবে পুনর্গঠন করা হলো:

১. অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়----সভাপতি ২. যুগ্মসচিব, (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়----সদস্য ৩. যুগ্মসচিব, (বিধি-১ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়-----সদস্য 8. যুগ্মসচিব, (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নবনিয়োগ অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়---সদস্য ৫. যুগ্মসচিব, (প্রশাসন অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়-----সদস্য ৬. মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়)------সদস্য ৭.। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়)------সদস্য ৮. স্বরাষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়)-------সদস্য ৯. লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিবের নিম্নে নয়)------সদস্য ১০ যুগ্মসচিব, সচিবালয় ও কল্যাণ অধিশাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়----সদস্য সচিব

২। কমিটির কার্যপরিধি: ক. কমিটি সরকারি কর্মচারীগণের যৌক্তিক দাবী-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ প্রদান করবে; খ. কমিটি প্রতিমাসে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সাথে মতবিনিময় করতে পারবে; গ. কমিটি প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে।

৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

স্বাক্ষরিত

শরিফুল ইসলাম সিনিয়র সহকারী সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.