ঈদ পূর্ব ছুটিতে পোশাক শিল্প ও বৈদেশিক লেনদেন নিশ্চিতে বিশেষ ব্যাংকিং ব্যবস্থা
ঈদ পূর্ব ছুটিতে পোশাক শিল্প ও বৈদেশিক লেনদেন নিশ্চিতে বিশেষ ব্যাংকিং ব্যবস্থা
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ২৫ মে ২০২৫:
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের রপ্তানি বিল নগদায়ন এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার বাণিজ্যিক ব্যাংক শাখাসমূহ ০৫ জুন ২০২৫ (বৃহস্পতিবার) সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিওএস সার্কুলার লেটার নং-০৮ অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু থাকবে এবং অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া ঔষধ শিল্পসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্পখাতের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিনেও ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। উক্ত দিনে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমাও একই রকম হবে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি অনুযায়ী ভাতাদি প্রাপ্ত হবেন বলে সার্কুলারে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে।
ডিওএস সার্কুলার লেটার নং-০৮ তারিখ: ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ২৫ মে ২০২৫ ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক
০৫ জুন ২০২৫ এবং ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ সরকারি ছুটির দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংক খোলা রাখা প্রসঙ্গে
প্রিয় মহোদয়,
আসন্ন ঈদ-উল-আজহা এর পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ০৫ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সরকারি ছুটির দিন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে:
তারিখঃ ০৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
অফিস সময়সূচিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে অপরাহ ০৪:০০ ঘটিকা পর্যন্ত
লেনদেনের সময়সূচিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে অপরাহ্ণ ০২:০০ ঘটিকা পর্যন্ত।
২। ঔষধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান/গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন ২০২৫ ও ১২ জুন ২০২৫ তারিখ বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে:
তারিখঃ ১১ জুন ২০২৫ ও ১২ জুন ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার)
অফিস সময়সূচিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে অপরাহ ০৪:০০ ঘটিকা পর্যন্ত
লেনদেনের সময়সূচিঃ সকাল ১০:০০ ঘটিকা হতে অপরাহ্ণ ০২:০০ ঘটিকা পর্যন্ত।
৩। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।
স্বাক্ষরিত
(মোঃ বায়েজীদ সরকার)
পরিচালক (ডিওএস)
No comments
Your opinion here...