ad

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী ২১ জুন সারাদেশে "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয় পত্র।

Views

 


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী ২১ জুন সারাদেশে "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয় পত্র। (২২.০৫.২৫)।

পরিপত্র
বিষয়: "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালনায় এবং জেলা/উপজেলা স্কাউটসমূহের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস এর সকল বিশেষ জেলা ও উপজেলাসমূহে একযোগে কাব স্কাউটদের মিলন মেলা "কাব কার্ণিভাল" আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাব স্কাউট ইউনিটে কাব স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষে এ "কার কার্ণিভাল" অনুষ্ঠিত হবে। প্রতিটি "কাব কার্ণিভাল" বাস্তবায়নে ভ্যাট ও উপকরণ ব্যয় ব্যতীত ৪১,১৭৫.০০ (একচল্লিশ হাজার একশত পঁচাত্তর) টাকা বরাদ্দ রয়েছে (বাজেট সংযুক্ত) কাব কার্ণিভাল সফল বাস্তবায়নে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বাস্তবায়ন, পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে (কমিটি সংযুক্ত)। উক্ত "কাব কার্ণিভাল" বাস্তবায়নে নমুনা কর্মসূচি সংযুক্ত করা হলো। ২। আগামী ২১ জুন ২০২৫ শনিবার দেশব্যাপী উপ এলাকা/উপজেলা/বিশেষ জেলা ভিত্তিক ১টি করে "কার কার্ণিভাল" বাস্তবায়িত হবে। উপজেলা কাব লিডার কার্নিভালের প্রোগ্রাম পরিচালক ও উপজেলা কমিশনার কার্ণিভাল চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন। "কাব কার্ণিভাল" বাস্তবায়ন শেষে তিন দিনের মধ্যে হিসাব ও সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা সম্পাদকের নিকট প্রেরণ করবেন। জেলা সম্পাদক ২৫ জুন ২০২৫ তারিখের মধ্যে আঞ্চলিক সম্পাদক এর নিকট হিসাব ও প্রতিবেদন প্রেরণ করবেন এবং আঞ্চলিক সম্পাদক ২৬ জুন ২০২৫ তারিখের মধ্যে অঞ্চলের আওতাধীন সকল উপ এলাকা/উপজেলা/জেলার হিসাব একত্রে জাতীয় সদর দফতরে প্রেরণ করবেন। যে সকল উপ এলাকা/উপজেলা/জেলা/অঞ্চল সঠিক সময়ে হিসাব প্রেরণ করবেন তাদেরকে পরবর্তী বছর অনুদান বন্টনের সময় বিশেষ গুরুত্ব দেয়া হবে। ৩। আগামী ১২ জুন ২০২৫ তারিখের মধ্যে উপ এলাকা/উপজেলা/জেলার ভেন্যু নির্ধারণ করে অঞ্চল ও জাতীয় সদর দফতরকে অবহিত করতে হবে। অতি শীঘ্রই অঞ্চল ও জেলা স্কাউটসের মাধ্যমে কার্ণিভাল বাস্তবায়নের অর্থ চেকের মাধ্যমে প্রেরণ করা হবে। জেলা স্কাউটস বাজেট অনুযায়ী প্রতিটি উপ এলাকা/উপজেলায় অর্থ ছাড়ের চেক প্রদান করে অঞ্চলকে অবহিত করবেন। এ বিষয়ে জেলা ও অঞ্চলের "কাব কার্ণিভাল" পরিদর্শন ও মনিটরিং টিম প্রয়োজনীয় স সহায়তা করবেন। জাতীয় সদর দফতর থেকে প্রতি উপজেলায় কার্ণিভাল উপকরণ, পোশাক ও কাব স্কাউটদের বই ৩০ সেট, ২৫০টি সনদ প্রেরণ করা হবে। উল্লেখ্য, সনদে অংশগ্রহণকারী কাব স্কাউটদের নাম ও ইউনিটের নাম লিখে দিতে হবে। কার্ণিভাল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।

স্বাক্ষরিত

(মোঃ শামসুল হক) নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ স্কাউটস।








No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.