প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী ২১ জুন সারাদেশে "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয় পত্র।
Views
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আগামী ২১ জুন সারাদেশে "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয় পত্র। (২২.০৫.২৫)।
পরিপত্র
বিষয়: "কাব কার্ণিভাল" বাস্তবায়ন সম্পর্কীয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালনায় এবং জেলা/উপজেলা স্কাউটসমূহের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস এর সকল বিশেষ জেলা ও উপজেলাসমূহে একযোগে কাব স্কাউটদের মিলন মেলা "কাব কার্ণিভাল" আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাব স্কাউট ইউনিটে কাব স্কাউটিং কার্যক্রম উজ্জীবিত ও গতিশীল করার লক্ষে এ "কার কার্ণিভাল" অনুষ্ঠিত হবে। প্রতিটি "কাব কার্ণিভাল" বাস্তবায়নে ভ্যাট ও উপকরণ ব্যয় ব্যতীত ৪১,১৭৫.০০ (একচল্লিশ হাজার একশত পঁচাত্তর) টাকা বরাদ্দ রয়েছে (বাজেট সংযুক্ত) কাব কার্ণিভাল সফল বাস্তবায়নে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বাস্তবায়ন, পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে (কমিটি সংযুক্ত)। উক্ত "কাব কার্ণিভাল" বাস্তবায়নে নমুনা কর্মসূচি সংযুক্ত করা হলো।
২। আগামী ২১ জুন ২০২৫ শনিবার দেশব্যাপী উপ এলাকা/উপজেলা/বিশেষ জেলা ভিত্তিক ১টি করে "কার কার্ণিভাল" বাস্তবায়িত হবে। উপজেলা কাব লিডার কার্নিভালের প্রোগ্রাম পরিচালক ও উপজেলা কমিশনার কার্ণিভাল চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন। "কাব কার্ণিভাল" বাস্তবায়ন শেষে তিন দিনের মধ্যে হিসাব ও সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা সম্পাদকের নিকট প্রেরণ করবেন। জেলা সম্পাদক ২৫ জুন ২০২৫ তারিখের মধ্যে আঞ্চলিক সম্পাদক এর নিকট হিসাব ও প্রতিবেদন প্রেরণ করবেন এবং আঞ্চলিক সম্পাদক ২৬ জুন ২০২৫ তারিখের মধ্যে অঞ্চলের আওতাধীন সকল উপ এলাকা/উপজেলা/জেলার হিসাব একত্রে জাতীয় সদর দফতরে প্রেরণ করবেন। যে সকল উপ এলাকা/উপজেলা/জেলা/অঞ্চল সঠিক সময়ে হিসাব প্রেরণ করবেন তাদেরকে পরবর্তী বছর অনুদান বন্টনের সময় বিশেষ গুরুত্ব দেয়া হবে।
৩। আগামী ১২ জুন ২০২৫ তারিখের মধ্যে উপ এলাকা/উপজেলা/জেলার ভেন্যু নির্ধারণ করে অঞ্চল ও জাতীয় সদর দফতরকে অবহিত করতে হবে। অতি শীঘ্রই অঞ্চল ও জেলা স্কাউটসের মাধ্যমে কার্ণিভাল বাস্তবায়নের অর্থ চেকের মাধ্যমে প্রেরণ করা হবে। জেলা স্কাউটস বাজেট অনুযায়ী প্রতিটি উপ এলাকা/উপজেলায় অর্থ ছাড়ের চেক প্রদান করে অঞ্চলকে অবহিত করবেন। এ বিষয়ে জেলা ও অঞ্চলের "কাব কার্ণিভাল" পরিদর্শন ও মনিটরিং টিম প্রয়োজনীয় স সহায়তা করবেন। জাতীয় সদর দফতর থেকে প্রতি উপজেলায় কার্ণিভাল উপকরণ, পোশাক ও কাব স্কাউটদের বই ৩০ সেট, ২৫০টি সনদ প্রেরণ করা হবে। উল্লেখ্য, সনদে অংশগ্রহণকারী কাব স্কাউটদের নাম ও ইউনিটের নাম লিখে দিতে হবে।
কার্ণিভাল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।স্বাক্ষরিত
(মোঃ শামসুল হক) নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ স্কাউটস।
No comments
Your opinion here...