জেলা বিশেষজ্ঞ পুল গঠন করা প্রসঙ্গে প্রাগম এর পত্র। (২১/০৫/২০২৫)
জেলা বিশেষজ্ঞ পুল গঠন করা প্রসঙ্গে প্রাগম এর পত্র। (২১/০৫/২০২৫)
০৭ জ্যৈষ্ঠ ১৪৩২ নং-প্রাগম/অস(সওমঅ)/বিঃপুঃগ:/২০২৫/৩৩ তারিখ: ২১ মে ২০২৫
বিষয়: জেলা বিশেষজ্ঞ পুল গঠন প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানস্মত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে 'জেলা বিশেষজ্ঞ পুল' গঠন করার বিষয়ে সচিব মহোদয়ের নির্দেশনা রয়েছে।
০২। নিম্নোক্ত শর্তানুযায়ী নির্দেশক্রমে বিশেষজ্ঞ পুল গঠন করতে হবে: শর্তাবলী: ১। বিশেষজ্ঞদের অবশ্যই যে কোন বিষয়ে মাষ্টার্স ডিগ্রী থাকেতে হবে। ২। প্রাথমিক শিক্ষা/চাকুরী সংক্রান্ত/বাজেট/ক্রয় প্রক্রিয়া তে কোন একটি বিষয়ে বিশেষ জ্ঞান থাকতে হবে। ৩। সরকারি ও বেসরকারি যে কেউ আবেদন করে বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হতে পারবেন। 81 সরকারি বিশেষজ্ঞরা সরকারি নিয়ম অনুযায়ী সম্মানী পাবেন। ৫। বেসরকারি বিশেষজ্ঞরা সেশন প্রতি ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা হারে সম্মানী পাবেন। বিশেষজ্ঞ ক্ষেত্রে যে কোন বিশেষায়িত জ্ঞান থাকতে হবে। বেসরকারি বিশেষজ্ঞদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশনা/পত্রিকায় প্রকাশিত আর্টিকেল থাকতে হবে। ৭। বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে আগামী ৩০/০৬/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ৮। বিশেষজ্ঞ পুলের মেয়াদ হবে ৩ বছর।
স্বাক্ষরিত
(মোঃ জাহাঙ্গীর হোসাইন) সহকারী সচিব (বাঃআঃ)
No comments
Your opinion here...