উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা এডহক কমিটি পরিমার্জন ও সংশোধনপূর্বক পূনঃগঠন ও কার্যপরিধি পূনঃনির্ধারন সংক্রান্ত প্রজ্ঞাপন।
Views
PDF Download
উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা এডহক কমিটি পরিমার্জন ও সংশোধনপূর্বক পূনঃগঠন ও কার্যপরিধি পূনঃনির্ধারন সংক্রান্ত প্রজ্ঞাপন। (০৫/০৩/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
নং: ৩৮.০০.০০০০.০০৭.২৭.০০৮.২০২৫-৩৯১
প্রজ্ঞাপন
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩১
০৫ মার্চ ২০২৫
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ৩৮.০০৮.০৩৫.০০.০০.০০৭.২০১২. ৪৫৬নং প্রজ্ঞাপনমূলে উপজেলা পর্যায়ে গঠিত প্রাথমিক শিক্ষা এডহক কমিটি পরিমার্জন ও সংশোধনপূর্বক নিম্নোক্তভাবে কমিটি পুনঃগঠন ও কার্যপরিধি পুন:নির্ধারণ করা হলো:
উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা এডহক কমিটি:
ক. উপজেলা নির্বাহী অফিসার -------আহবায়ক
খ. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-----সদস্য
গ. উপজেলা সমাজসেবা কর্মকর্তা------সদস্য
ঘ. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা------সদস্য
ঙ. উপজেলা প্রকৌশলী, এলজিইডি-----সদস্য
চ. ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার-----সদস্য
ছ. উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-----সদস্য
জ. উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ০১ জন------সদস্য
(কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত)
ঝ. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ০২ জন------সদস্য
(০২ জন প্রধান শিক্ষকের মধ্যে ০১ জন নারী, কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত)
ঞ. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ০১ জন-----সদস্য
(কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত)
ট. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার------সদস্য সচিব
কমিটির কার্যপরিধি:
(ক) উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা;
(খ) উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিখন শেখানো কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপন ও দূরীকরণে কার্যক্রম গ্রহণ;
(গ) উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র/ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় হতে ঝরে পড়া রোধ, ৬-১০ বছর বয়সী সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিশু জরিপের সঠিকতা যাচাই ইত্যাদি বিষয় পর্যালোচনা এবং এগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ;
(ঘ) উপজেলার প্রাথমিক পর্যায়ে বেসরকারি বিদ্যালয় রেজিস্ট্রেশনের কার্যক্রম তদারক;
(ঙ) উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের উন্নয়নকল্পে বিদ্যালয় পুনঃনির্মাণ ও মেরামতের জন্য অগ্রাধিকার তালিকা প্রণয়ন;
(চ) উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয় (সরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক কার্যক্রমের তদারক ও যথাযথ বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ;
(
ছ) প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত ও উদ্বুদ্ধকরণ;
(জ) প্রতি মাসে অন্তত এক (০১) বার উপজেলা কমিটির সভা আহবানপূর্বক প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে জেলা টাস্কফোর্স কমিটি বরাবর সুপারিশ/প্রস্তাব প্রেরণ।
২। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত
ইসরাত জাহান
উপসচিব
PDF Download
No comments
Your opinion here...