জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি এবং এর কার্যপরিধি পরিমার্জন ও সংশোধনপূর্বক পুন:গঠন ও কার্যপরিধি পুন:নির্ধারণ এবং উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি বাতিলকরণ সংক্রান্ত
Views
.jpg)
পিডিএফ ডাউনলোড
জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি এবং এর কার্যপরিধি পরিমার্জন ও সংশোধনপূর্বক পুন:গঠন ও কার্যপরিধি পুন:নির্ধারণ এবং উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি বাতিলকরণ সংক্রান্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
www.mopme.gov.bd
প্রজ্ঞাপন
নং: ৩৮.০০.০০০০.০০৭.২৭.০০৮.২০২৫-৩৯০
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩১
০৫ মার্চ ২০২৫
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ২৬ আগস্ট ২০১৬ তারিখের ৩৮.০০৭.০২২.০০০.০৬.০০.২০০৮-২৭০নং প্রজ্ঞাপনমূলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি এবং এর কার্যপরিধি পরিমার্জন ও সংশোধনপূর্বক নিম্নোক্তভাবে কমিটি পুনঃগঠন ও কার্যপরিধি পুন:নির্ধারণ করা হলো এবং উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স কমিটি এতদ্বারা বাতিল করা হলো:
ক) বিভাগীয়/মহানগরের ক্ষেত্রে বিভাগীয় প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটি:
ক. বিভাগীয় কমিশনার-----------সভাপতি
খ. রেঞ্জ ডিআইজি-----------সদস্য
গ. বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)------------সদস্য
ঘ. পরিচালক, স্থানীয় সরকার বিভাগ-------------সদস্য
ঙ. প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর------------সদস্য
(শুধু বিভাগীয় টাস্কফোর্স কমিটি, ঢাকা এর ক্ষেত্রে প্রযোজ্য, প্রতিনিধি মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)
চ. অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি--------------সদস্য
ছ. তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (সার্কেল)-------------
জ. জেলা প্রশাসক (বিভাগভুক্ত সকল জেলা)-সদস্য-------------সদস্য
ঝ. তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (সার্কেল)-------------সদস্য
ঞ. বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা--------------সদস্য সচিব
কমিটির কার্যপরিধি:
ক. বিভাগীয় পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিদ্যালয়) শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা;
খ. প্রাথমিক বিদ্যালয় (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিদ্যালয়) পরিদর্শন/মনিটরিং এর জন্য বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন;
গ. প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ;
ঘ. প্রাথমিক বিদ্যালয় (সরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত
বিদ্যালয়) সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক কার্যক্রমের যথাযথ বাস্তবায়নে তদারকিকরণ;
ঙ. প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে নবতর ধারণা ও উদ্যোগ গ্রহণ এবং প্রয়োগ;
চ. প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাধারণ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত ও
উদ্বুদ্ধকরণ;
ছ. বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শিখন শেখানো কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপন ও
দূরীকরণে কার্যক্রম গ্রহণ;
জ. প্রাথমিক পর্যায়ের বেসরকারি বিদ্যালয় রেজিষ্ট্রেশন কার্যক্রম তদারক;
ঝ. প্রতি ০৩ মাসে অন্তত এক (০১) বার বিভাগীয় কমিটির সভা আহবানপূবর্ক প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ।
খ) জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কর্ফোস কমিটি:
ক. জেলা প্রশাসক----------সভাপতি
খ. পুলিশ সুপার------------সদস্য
গ. সিভিল সার্জন-------------সদস্য
ঘ. নির্বাহী প্রকৌশলী, এলজিইডি-----------সদস্য
ঙ. নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-----------সদস্য
চ. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-------সদস্য
ছ. জেলা শিক্ষা অফিসার--------------সদস্য
জ. জেলা সদরে অবস্থিত পিটিআই এর সুপারিনটেনডেন্ট-----------সদস্য
ঝ. উপপরিচালক, সমাজসেবা কার্যালয়--------------সদস্য
ঞ. নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-----------------সদস্য
ট. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার---------------সদস্য-সচিব
কমিটির কার্যপরিধি:
ক. জেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) শিক্ষার মানোন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ;
খ. প্রাথমিক বিদ্যালয় (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) পরিদর্শন/মনিটরিং এর জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন;
গ. জেলাধীন প্রাথমিক বিদ্যালয় (সরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক কার্যক্রমের তদারক ও যথাযথ বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ;
ঘ. প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে নবতর ধারণা ও উদ্যোগ গ্রহণ এবং প্রয়োগ;
ঙ. প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত ও উদ্বুদ্ধকরণ;
চ. বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শিখন শেখানো কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপন ও দূরীকরণে কার্যক্রম গ্রহণ;
ছ. জেলাধীন প্রাথমিক পর্যায়ের বেসরকারি বিদ্যালয় রেজিষ্ট্রেশন কার্যক্রম তদারক;
জ. প্রতি ০২ মাসে অন্তত এক (০১) বার জেলা কমিটির সভা আহবানপূবর্ক প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিভাগীয় টাস্কফোর্স কমিটি বরাবর ও প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ।
০২। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত
ইসরাত জাহান
উপসচিব
.jpg)
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...