ad

২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক (ব্লেন্ডেড) প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।

Views

 


২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক (ব্লেন্ডেড) প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (০৪/০৫/২০২৫) 

👉২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত। সফলভাবেঅনলাইনে ট্রেনিং সম্পন্নকারী শিক্ষকগণকে LMS থেকে Auto Generated সার্টিফিকেট অর্জন শেষে সংশ্লিষ্ট পিটিআইতে ফেস টু ফেস প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।
👉তালিকাভুক্ত শিক্ষকদের আগামী ২৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে ট্রেনিংটি সম্পন্ন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৬০০.২৪.০০২.২৪.১৯৫(৬৪৯)

তারিখ: ১৯শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

৪ঠা মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

বিষয়: ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক (ব্লেন্ডেড) প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটি ব্লেন্ডেড মোডে (অনলাইন ও Face to Face) আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণের অনলাইন কোর্সটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS এর Learning Management System (LMS) এর মাধ্যমে পরিচালিত হবে। সফলভাবে অনলাইন কোর্সে উত্তীর্ণ শিক্ষকগণ LMS থেকে Auto Generated সার্টিফিকেট অর্জন শেষে সংশ্লিষ্ঠ পিটিআই এ Face to Face প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন।

২। এমতাবস্থায়, আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্সে তালিকাভুক্ত (সংযুক্তি-১) শিক্ষকগণকে কোর্স সংক্রান্ত নির্দেশনা (সংযুক্তি-২) মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS এ Login করে আগামী ২৩ মার্চ ২০২৫ তারিখের মধ্যে কোর্সটি সম্পন্ন করে অনলাইন সার্টিফিকেট অর্জন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি:

১. আইসিটি ইন এডুকেশন বিষয়ক (ব্লেন্ডেড) প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণের জন্য ২৫,১৮৪ জন শিক্ষকের তালিকা।

২. IPEMIS এর LMS এ আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করার নির্দেশনা।

৩. পিটিআই, জেলা ও উপজেলা অনুযায়ী নির্ধারিত শিক্ষক সংখ্যার বিন্যাস।

স্বাক্ষরিত

মোঃ ইমামূল ইসলাম 

পরিচালক, প্রশিক্ষণ (চ.দা.


২৫১৮৪ জন এর তালিকা 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.