ad

সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রবং সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি-টিআরসি)-গণের ৩৫তম মৌলিক প্রশিক্ষণ কোর্স-২০২৫

Views

 


সহকারী উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রবং সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি-টিআরসি)-গণের ৩৫তম মৌলিক প্রশিক্ষণ কোর্স-২০২৫

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

 ময়মনসিংর

 www.nape.gov.bd 

তারিখ: ১৮ পৌষ ১৪৩১

০২ জানুয়রি ২০২৫ 

স্মারক নং: ৩৮.০৪,০০০০,৪০৮.২৫.০২০.২০-০৬ 

 বিষয়: সহকারী উপজেলা/থানা শিক্ষা প্রাথমিক অফিসার এবং সহকারি ইন্সট্রাক্টর, ইউআরসি, টিআরসি-গণের ৩৫তম মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত। 

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারি ইন্সট্রাক্টর, ইউআরসি/টিআরসি-গণের অংশগ্রহণে আগামী ০৮-০১-২০২৫স্থি, হবে ০৬-৬-২০২৫খ্রি. তারিখ ৩০ (ত্রিশ) দিনব্যাপী ৩৫তম মৌলিক প্রশিক্ষণ কোর্স জাতীয় প্রাথমিক শিক্ষা একাতেমি (নেপ), ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের নিমিত সংযুক্ত তালিকায় বর্ণিত স্ব স্ব নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

প্রশিক্ষনার্থীগণের জন্য জ্ঞাতব্যঃ

 ১) উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নেশ-এর ওয়েবসাইটের https://napesservice.info/student/trainingCourse লিংক-এ ০৭ জানুয়ারি ২০১৫ তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

২) প্রশিক্ষণ কোর্সটি আবানিক। অংশগ্রহণকারীগণকে দেশ-এর ডরমিটরিতে অবস্থান করতে হবে। 

৩) প্রশিক্ষণার্থীগণকে ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.৩০ টায় বেশ-এ রিপোর্ট করতে হবে। উল্লেখ্য, ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৭.০০ টায় কোর্স-প্রশাসন প্রশিক্ষণার্থীগণের সঙ্গে আগত চা-চক্রে মিলিত হবে। 

সংযুক্তি: প্রশিক্ষণার্থীগণের তালিকা: ০২ (দুই) পাতা

জিয়া আহমেদ সুমন 

পরিচালক (উপসচিব)






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.