ad

উপবৃত্তির মাঠ পর্যায়ের বিবিধ সমস্যা সমাধান সংক্রান্ত জরুরী নোটিশ

Views

 


উপবৃত্তির মাঠ পর্যায়ের বিবিধ সমস্যা সমাধান সংক্রান্ত জরুরী নোটিশ

👉উপবৃত্তির নতুন নির্দেশনা
বিদ্যালয় পর্যায়ে ২০২৪
নতুন এন্ট্রি ট্রান্সফার করণ ট্রান্সফার গ্রহণ স্ব বিদ্যালয় গ্রহন
ভুল করে প্রাথমিক চক্র সমাপ্তি বা রিপিটার
ভুল চাহিদা প্রস্তুত ফেরত পূর্বক পুনরায় চাহিদা প্রস্তুত।

উপবৃত্তির মাঠ পর্যায়ের বিবিধ সমস্যা সমাধান সংক্রান্ত জরুরী নোটিশ

অদ্য ০৭ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে নিম্নোক্ত অপশনসমূহ উন্মুক্ত থাকবে:
১. প্রধান শিক্ষক:
১.১. নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি
১.২. ট্রান্সফারকরণ, ট্রান্সফার গ্রহণ, ট্রান্সফার গ্রহণ (স্ব বিদ্যালয়)
১.৩. চাহিদা প্রস্তুত, চাহিদা ক্লাস্টারে প্রেরণ

২. এইউইও/এটিইও:
২.১. এন্ট্রিকৃত ডাটা ক্লাস্টারে যাচাই-বাছাই
২.২. চাহিদা ক্লাস্টারে যাচাই-বাছাই

৩. ইউইও/টিইও:
৩.১. এন্ট্রিকৃত ডাটা উপজেলায় অনুমোদন
৩.২. চাহিদা উপজেলায় অনুমোদন
৩.৩. মোবাইল একাউন্ট সংশোধন: চাহিদা অনুমোদিত হলেও মোবাইল একাউন্ট সংশোধন করা যাবে।

৪. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর:
৪.১. অনুমোদিত শ্রেণি হালনাগাদ ফেরত: ভুলক্রমে হালনাগাদকৃত (ভুলক্রমে পুনরাবৃত্তি/প্রাথমিক চক্রের সমাপ্তি ইত্যাদি প্রদানকৃত) ডাটা সংশোধন/ সঠিকভাবে পুনরায় হালনাগাদ সম্পন্ন করার জন্য এইউইও/এটিইও কিংবা ইউইও/টিইওগণের মাধ্যমে প্রাশিঅ-এ সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং সঠিক শ্রেণি ও রোল নম্বর পাঠাতে হবে (১৪/০১/২০২৫ তারিখের মধ্যে)।

৪.২. অনুমোদিত চাহিদা ফেরতঃ ভুলক্রমে চাহিদা প্রদান ও অনুমোদন করা হলেও পুনরায় সঠিকভাবে চাহিদা প্রেরণ কিংবা শিক্ষার্থীর ট্রান্সফারযোগ্য ডাটা ট্রান্সফার করার লক্ষ্যে এইউইও/এটিইও কিংবা ইউইও/টিইওগণের মাধ্যমে প্রাশিঅ-এ সংশ্লিষ্ট শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ফেরত নিয়ে পুনরায় চাহিদা প্রেরণ বা ট্রান্সফার করা যাবে (১৪/০১/২০২৫ তারিখের মধ্যে)।

চাহিদা প্রদানকৃত ডাটা (প্রাপ্যতা নাই/০ চাহিদা হলেও) এবং নিষ্ক্রিয় ডাটা ট্রান্সফার করা যাবে না।

নিষ্ক্রিয় ডাটা সক্রিয় করার মাধ্যমে পরবর্তীতে চাহিদা প্রদান কিংবা ট্রান্সফার করা যাবে এবং নিষ্ক্রিয়-সক্রিয়করণ অপশন চালু করার পর বিষয়টি অবহিত করা হবে।

নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে বর্তমানে অভিভাবকের স্ব স্ব এনআইডি দিয়ে মোবাইল সিম ও নগদ একাউন্ট রেজিস্ট্রেশনকৃত হতে হবে। অন্যথায় নতুন এন্ট্রি ও ট্রান্সফার গ্রহণ করা যাবে না।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০৭/০১/২০২৫খ্রি.


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.