ad

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি।

Views


ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি। 

 বাংলাদেশ নির্বাচন কমিশন

 নির্বাচন কমিশন সচিবালয়

 আগারগাঁও, ঢাকা 

www.ecs.gov.bd 

তারিখঃ ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ 

০৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

নং নং-১৭.০০.০০০০.০২৬.৩২.০০৬.২৪-০৩

পরিপত্র-১ 

বিষয়ঃ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি। 

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫-এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে পরবর্তী ২ (দুই) সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী ০২ (দুই) সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে। 

০২। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ নিম্নবর্ণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্যসংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:

০৩। সারাদেশে একযোগে সকল উপজেলা/থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্য শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্যসংগ্রহ করতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারগণ স্থানীয়ভাবে উপজেলা/থানাভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সুচি নির্ধারণপূর্বক অঞ্চল ভিত্তিক একত্রীকরণ করে এতদসংগে প্রেরিত ছক অনুযায়ী (পতাকা-ক) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করতে হবে। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। 

০৪। একযোগে সকল জেলায় (প্রতিটি জেলার ০১-০৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসাথে ০১-০৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার আঞ্চলিক নির্বাচন অফিসার এর তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সাথে পরামর্শ করে কোন্ উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন্ উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন টিম ও অপারেটর সংখ্যার উপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করে আঞ্চলিক নিবচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট-কে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী সকল অঞ্চলের সময়সূচি একত্রীকরণ করে তা জাতীয়ভাবে দৈনিক পত্রিকার মাধ্যমে ও কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এক্ষেত্রে দেশব্যাপী কোন ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে। 

০৫। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সময়সীমা ও নির্দেশনা অনুসারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ এর তথ্যসংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

স্বাক্ষরিত

(মোঃ নাসির উদ্দিন চৌধুরী) 
সিনিয়র সহকারী সচিব (নিঃসঃ-২)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.