ad

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views


 
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (১২/০৯/২০২৪)

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)
(১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পালিত) উদযাপন উপলক্ষ্যে প্রতিটিসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০০ টাকা করে বরাদ্দের অর্থ ছাড়। (১২/১০/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd

স্মারক নং ৩০৮,০১,০০০০,১৫২,০২০.৪৮.২০২০-২৩৯/১

তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৪
২৮ ভাদ্র ১৪৩১

বিষয়: ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।
সুত্রঃ স্মারক নং ৩৮,০১,০০০০,১০৭,২৩,০২,২৪,-১৬০৫, তারিখঃ ১২.০৯.২০২৪খ্রিঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়সমূহে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মোট ১৩,১১,৩২,০০০/- (তের কোটি এগার লক্ষ বত্রিশ হাজার) টাকা সংযুক্ত বিভাজন ও নিম্নবর্ণিত শর্তে সংশ্লিষ্ট উপজেলা/মানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-বায়ন কর্মকর্তাগণকে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হল।

শর্তাবলীঃ
ক. এ ব্যয় ২০২৪-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাধারণ কার্যক্রম এর ৩২৫৭৩০১ অনুষ্ঠান/উৎসবাদি খাতে বরাদ্দকৃত ৪৪,০০,০০,০০০/- (চুয়াল্লিশ কোটি) টাকা হতে মিটানো হবে:

খ. ২০২৪-২৫ অর্থবছরে iBAS++ এর Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-বায়ন কর্মকর্তাগণ ব্যয় করতে পারবেন;

গ. এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ হতে থমিক বিদ্যালয়সমূহে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন- বায়য়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;

ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৫ এর মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত অর্থ dpe- accounting information system-এর মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পণ করতে হবে;

ঙ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের accounting information system-এ মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে;

২। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

সংযুক্তঃ পাতা।

মোঃ নুরুল ইসলাম
উপপরিচালক (চঃ দাঃ)
অর্থ-রাজস্ব, অর্থ বিভাগ



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.