ad

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এ এক শিক্ষক বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।

Views

 


বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এ এক শিক্ষক বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা। (০৯/১০/২০২৪)

আপনার এলাকার বিদ্যালয় আছে কিনা যাচাই করে নিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.৮০১,০০,০১০,২০২২-৬২০

তারিখ: ২৪ আশ্বিন ১৪৩১
০৯ অক্টোবর ২০১৪।

বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয়, শুমারি (এপিএসসি)-২০২৪ এর এক শিক্ষক বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর IPEMIS এর এপিএসসি মডিউল থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, বিভিন্ন উপজেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ০১(এক)জন করে শিক্ষক কর্মরত রয়েছে। যেহেতু বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি) প্রতিবেদন একটি জাতীয় দলিল। ০৯/১০/২০২৪ তারিখে উপজেলা শিক্ষা অফিসারদের সাথে জুম মিটিং আলোচনায় পাওয়া যায় যে, শিক্ষকদের তথ্য IPEMIS এ আপডেট না হওয়ার কারণে শিক্ষক সংখ্যার ক্ষেত্রে গড়মিল পরিলক্ষিত হচ্ছে।

২. বর্ণিতাবস্থায়, সংশ্লিষ্ট উপজেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত তথ্য যাচাইয়ান্তে সংযুক্ত তালিকার আলোকে আগামী ১৫/১০/২০১৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে II'EMIS এর আপডেটসহ এপিএসদি মডিউলে এন্ট্রি ও অনুমোদন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি।

সংযুক্তিঃ ১। এপিএসসি-২০১৪ ডাটাবেইসে প্রাপ্ত ০১(এক) শিক্ষক বিশির ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা।

স্বাক্ষরিত

মো: তৌহিদুল ইসলাম
উপপরিচালক (চলতি দায়িত্ব)











No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.