বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ বিভাজন সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ বিভাজন সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। (১৫.১০.২৪)।
👉২০২৪-২৫ অর্থবছরে SLIP কার্যক্রমের ব্যয় নির্বাহকল্পে ১ম পর্যায়ের বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১৫.১০.২৪)।
বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (SLIP) বাস্তবায়নে অর্থ বরাদ্দ
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৪ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (SLIP) বাস্তবায়নের জন্য প্রথম কিস্তির অর্থ বরাদ্দ দিয়েছে।
অফিস আদেশ (স্মারক নং: ৩৮.০১.০০০০,৭০০,৯৯,০০৩.১৮-৪৫৪/১১০৮, তারিখ: ১৫ অক্টোবর ২০২৪) অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩" অনুসারে প্রতি বিদ্যালয়ের বার্ষিক স্লিপ অনুদানের পরিমাণ কমানো হয়েছে। ফলে প্রাপ্ত বরাদ্দ শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে বণ্টন করা হয়েছে।
বরাদ্দের বিভাজন নিম্নরূপ:
১. শিক্ষার্থী সংখ্যা: সর্বোচ্চ ৫০ জন
মোট বরাদ্দ: ৩৫,২৫৩.১৯ টাকা
-
১ম কিস্তি (৫০%): ১৭,৬২৬.৫৯ টাকা
২. শিক্ষার্থী সংখ্যা: ৫১–৩০০ জন
মোট বরাদ্দ: ৭০,৫০৬.৩৮ টাকা
-
১ম কিস্তি (৫০%): ৩৫,২৫৩.১৯ টাকা
৩. শিক্ষার্থী সংখ্যা: ৩০১–৬০০ জন
মোট বরাদ্দ: ১,০৫,৭৫৯.৫৮ টাকা
-
১ম কিস্তি (৫০%): ৫২,৮৭৯.৭৯ টাকা
৪. শিক্ষার্থী সংখ্যা: ৬০১–১০০০ জন
মোট বরাদ্দ: ১,৪১,০১২.৭৭ টাকা
-
১ম কিস্তি (৫০%): ৭০,৫০৬.৩৮ টাকা
৫. শিক্ষার্থী সংখ্যা: ১০০০ জনের বেশি
মোট বরাদ্দ: ১,৭৬,২৬৫.৯৬ টাকা
-
১ম কিস্তি (৫০%): ৮৮,১৩২.৯৮ টাকা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিদ্যালয়গুলোকে অবশ্যই নির্ধারিত নির্দেশিকা মেনে বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে হবে, যাতে উন্নয়ন পরিকল্পনার কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।
উক্ত আদেশে স্বাক্ষর করেছেন মোঃ মিজানুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা
স্মারক নং: ৩৮.০১.০০০০,৭০০,৯৯,০০৩.১৮-৪৫৪/১১০৮
তারিখ: ১৫ অক্টোবর ২০২৪
বিষয়: বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ বিভাজন।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে স্লিপ অনুদানের জন্য ১ম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২১ নভেম্বর ২০২৩ তারিখে জারীকৃত "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩" এর অনুচ্ছেদ নং: ১৩.২ অনুসারে বর্ণিত বিদ্যালয় প্রতি বার্ষিক স্লিপ অনুদানের পরিমাণ হ্রাস পাওয়ায় প্রাপ্ত বরাদ্দ আনুপাতিকভাবে নিম্নোক্ত হারে বিভাজন করা হলো:
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড
%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%20%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%85%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BF%E0%A5%A4.jpg)


No comments
Your opinion here...