বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ বিভাজন সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
২০২৪-২৫ অর্থবছরে SLIP কার্যক্রমের ব্যয় নির্বাহকল্পে ১ম পর্যায়ের বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (১৫.১০.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা
স্মারক নং: ৩৮.০১.০০০০,৭০০,৯৯,০০৩.১৮-৪৫৪/১১০৮
তারিখ: ১৫ অক্টোবর ২০২৪
বিষয়: বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থ বিভাজন।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে স্লিপ অনুদানের জন্য ১ম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২১ নভেম্বর ২০২৩ তারিখে জারীকৃত "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩" এর অনুচ্ছেদ নং: ১৩.২ অনুসারে বর্ণিত বিদ্যালয় প্রতি বার্ষিক স্লিপ অনুদানের পরিমাণ হ্রাস পাওয়ায় প্রাপ্ত বরাদ্দ আনুপাতিকভাবে নিম্নোক্ত হারে বিভাজন করা হলো:
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...