ad

বিনানুমোদিত ভাবে কর্মস্থল ত্যাগ না করা প্রসেঙ্গ বিভাগীয় উপপরিচালক রংপুর মহোদয়ের পত্র।

Views


 

 বিনানুমোদিত ভাবে কর্মস্থল ত্যাগ না করা প্রসেঙ্গ বিভাগীয় উপপরিচালক রংপুর মহোদয়ের পত্র। (৩০/০৯/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 বিভাগীয় উপপরিচালকের কার্যালয়

 প্রাথমিক শিক্ষা

 রংপুর বিভাগ, 

রংপুর। 

স্মারক নং- ডিডি/প্রাই/রবিরং/ ১৬৮/১৪০ 

তারিখ। ৩০/০৯/২০২৪ খ্রিঃ। 

 বিষয়: বিনানুমোদিত ভাবে কর্মস্থল ত্যাগ না করা প্রসেঙ্গ। 

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৩/০৯/২০২৪ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক। 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রংপুর বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকগন সরকারী নির্দেশনা অমান্য করে বিনানুমতিতে কর্মস্থল ত্যাগ করছেন। অফিস চলাকালীন সময়ে কোন কর্মকর্তা/কর্মচারী/শিক্ষক অনুমতি ব্যতীত কর্মস্থলে ত্যাগ না করার জন্য অনুরোধ করা হলো। সরকারী নির্দেশনা অমান্য করে বিনানুমতিতে কর্মস্থল ত্যাগ করলে ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন। 

স্বাক্ষরিত

 (মোঃ আজিজুর রহমান)

 বিভাগীয় উপপরিচালক (চঃ দাঃ) 

প্রাথমিক শিক্ষা 

রংপুর বিভাগ, 

রংপুর।


 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.