প্রধান শিক্ষক/ সহকারী শিক্ষকগণের চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।
প্রধান শিক্ষক/ সহকারী শিক্ষকগণের চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।(৩০/০৯/২০২৪)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
নম্বর-৩৮-০১,০০০০.১৪৫.৯৯.০৪২.২০২৩.৯৬১
তারিখঃ ১৫ আশ্বিণ ১৪৩১।
৩০ সেপ্টেম্বর ২০২৪।
বিষয়ঃ প্রধান শিক্ষক/ সহকারী শিক্ষকগণের চাকুরি স্থায়ীকরণ সংক্রান্ত।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিভিন্ন জেলা হতে আগত প্রধান শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণের জন্য প্রেরিত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, অনেক প্রধান শিক্ষক অবসরের দ্বার প্রান্তে উপনিত হলেও তাঁদের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি। চাকুরী স্থায়ীকরণের সকল শর্ত পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষকের অজ্ঞতা ও অবহেলার কারণে এবং চাকুরী স্থায়ীকরণের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণের দায়িত্বে অবহেলা হেতু শিক্ষকগণের চাকুরী স্থায়ীকরণ করা হয়নি।
২। এমতাবস্থায়, মাঠ পর্যায়ে তার দপ্তর হতে তাঁর জেলার স্থায়ীকরণযোগ্য সকল সহকারী শিক্ষকদের স্থায়ীকরণ আদেশ প্রদানসহ অত্র দপ্তরে স্থায়ীকরণযোগ্য প্রধান শিক্ষকদের স্থায়ীকরণ আদেশ প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রধান শিক্ষকগণের চাকুরী স্থায়ীকরণের সর্বশেষ অবস্থার তালিকা প্রনয়ণ করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রেরণের জন্য বলা হ'ল।
আবু নূর মোঃ শামসুজ্জামান
অতিরিক্ত মহাপরিচালক
No comments
Your opinion here...