প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS এর Remote Learning Module এর আওতাধীন শ্রেণিভিত্তিক কন্টেন্ট উন্মুক্তকরণ ও ব্যবহার প্রসঙ্গে প্রাগম এর নির্দেশনা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS এর Remote Learning Module এর আওতাধীন শ্রেণিভিত্তিক কন্টেন্ট উন্মুক্তকরণ ও ব্যবহার প্রসঙ্গে প্রাগম এর নির্দেশনা। (৩০/০৯/২০২৪)
Remote Learning এর আওতাধীন শ্রেণিভিত্তিক কন্টেন্ট (অডিও, ভিডিও এবং পিডিএফ) ব্যবহার সংক্রান্ত। (৩০/০৯/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৯০০.৩৫.০০১.২৩.১০১
তারিখ: ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS এর Remote Learning Module এর আওতাধীন শ্রেণিভিত্তিক কন্টেন্ট উন্মুক্তকরণ ও ব্যবহার প্রসঙ্গ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সিস্টেম IPEMIS এর Remote Learning Module এর আওতায় উন্নয়নকৃত প্রাক-প্রাথমিক হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক অডিও, ভিডিও এবং পিডিএফ কন্টেন্ট তৈরি ও ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপলোডকৃত কন্টেন্ট ছাত্র- ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই ব্যবহার করতে পারবেন। মডিউলটি ব্যবহারের জন্য https://ipemis.dpe.gov.bd/ ওয়েবসাইট এ প্রবেশ করে 'শিক্ষা উপকরণ' সিলেক্ট করে ক্যাটাগরির ধরণ (শ্রেণি), ক্যাটাগরির নাম (বইয়ের নাম), কন্টেন্টের ট্যাগ (অধ্যায়) এবং কন্টেন্ট এর ধরণ সিলেক্ট করে সকল ধরণের কন্টেন্ট ব্যবহার করা যাবে। উল্লেখ্য যে, কন্টেন্ট ব্যবহারের জন্য কোন আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে না।
এমতাবস্থায়, উল্লেখিত ইন্টিগ্রেটেড সিস্টেম IPEMIS এর Remote Learning Module এর আওতায় উন্নয়নকৃত প্রাক-প্রাথমিক হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক অডিও, ভিডিও এবং পিডিএফ কন্টেন্ট প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মহিউদ্দিন আহমেদ তালুকদার
পরিচালক (আইএমডি)
No comments
Your opinion here...