বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর ৩৮৪৬টি নিস্ক্রিয় বিদ্যালয় এবং ১৩০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
Views
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর ৩৮৪৬টি নিস্ক্রিয় বিদ্যালয় এবং ১৩০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।(০১/১০/২০২৪)
#১৩০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা শুন্য পাওয়া গেছে। (তালিকা সংযুক্ত)
#নিষ্ক্রিয় বিদ্যালয় ৩৮৪৬টি(পিডিএফ লিঙ্কে তালিকা সংযুক্ত)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং-৩৮,০১,০০০০.৮০১,০৩.০১০,২০২২- ৫৮৮/৫১৩
তারিখ: ১৬ আশ্বিন ১৪৩১।
০১ অক্টোবর ২০২৪।
বিষয়: বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর নিষ্ক্রিয় বিদ্যালয় এবং ১৩০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা পুনঃযাচাই সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২৪ এর ডাটা এন্ট্রির কাজ শেষ হয়েছের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় ডাটা এন্ট্রির কাজ সমাপ্ত হলেও পর্যালোচনায় দেখা যায় যে বিগত বছরের তুলনায় ৩৮৪৬ টি বিদ্যালয়ের তথা প্রদান করা হয়নি। এতব্যতীত, ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৩০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য পাওয়া যায়। উপজেলা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের সংখ্যা বিগত বছরের তুলনায় পার্থক্য হওয়ার ফলে সঠিকভাবে তথ্য নিরুপন করা সম্ভব হচ্ছে না। নিষ্ক্রিয় বিদ্যালয় (৩৬৩৬টি) এবং শূন্য ছাত্র-ছাত্রী বিশিষ্ট বিদ্যালয়ে (১০০টি) নও দপ্তরে হতে নম্নিনা ভিত্তিক ৫৪টি বিদ্যালয়ে টেলিফোনিক আলোচনায় জানা যায় নিষ্ক্রিয় বিদ্যালয়গুলোর মধ্যে অনেক বিদ্যালয় সক্রিয় এবং শূন্য ছাত্র-ছাত্রী বিশিষ্ট বিদ্যালয়সমূহের অধিকাংশ বিদ্যালতে হাত্র-ছাত্রী বিদ্যামান। সুতরাং আলোচ্য নিষ্ক্রিয় ও সক্রিয় বিদ্যালয়সমূহে তথ্যাদি যাচাইয়ের প্রয়োজন আছে।
২। বর্ণিতাবস্থায়, সংশ্লিষ্ট উপজেলার নিক্তিও বিদ্যালয় এবং শূন্য ছাত্র-ছাত্রী বিশিষ্ট বিদ্যালয়সমূহের তথ্য পুনরায় যাচাইয়ান্তে সংযুক্ত তালিকার আলোকে আগামী ০৭/১০/২০১৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে IPEMIS এর এপিএসসি মডিউলে এন্ট্রি ও অনুমোদন প্রদানের জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
সংযুক্তি: ১। এপিএসসি ২০২৩ সালের তুলনায় এপিএসসি-১০১৪ সালের ডাটা পদান বিহীন বিদ্যালয়ের তালিকা। ২। এপিএসসি-২০২৪ ডাটাবেইসে প্রাপ্ত শূন্য ছাত্র-ছাত্রী বিশিষ্ট সরকারি ৭৩টি বিদ্যালয়সহ ১৩০টি বিদ্যালয়ের তালিকা।
স্বাক্ষরিত
মো: তোহিদুল ইসলাম
উপপরিচালক (চলতি দায়িত্ব)
No comments
Your opinion here...