৩৯,৭০১টি বিদ্যালয়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ত্রয়ের চুক্তির মেয়াদ নবায়ন সংক্রান্ত প্রাগম এর বিজ্ঞপ্তি।
৩৯,৭০১টি বিদ্যালয়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ত্রয়ের চুক্তির মেয়াদ নবায়ন সংক্রান্ত প্রাগম এর বিজ্ঞপ্তি। (০২/১০/২০২৪)
👉সকল রাউটারে গ্রামীনফোন থেকে ৩৫ জিবি করে মেগাবাইট দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৯০০,২৬.০০২.২৪-৭৩৫
তারিখ: ০২.১০.২০২৪ খ্রিঃ।
বিজ্ঞপ্তি/নোটিশ
বিষয়: ৩৯,৭০১টি বিদ্যালয়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ত্রয়ের চুক্তির মেয়াদ নবায়ন সংক্রান্ত।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যে, গ্রামীণফোন লিমিটেড এর সহিত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৩৯,৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগটি গত মে ২০২৪ হতে বিচ্ছিন্ন ছিলো। গ্রামীণফোন লিমিটেড এর সহিত পুনরায় চুক্তিটি নবায়ন করায় ৩৯,৭০১টি বিদ্যালয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ হতে ৩৫জিবি (প্রতি মাসে) ইন্টারনেট ডাটার সংযোগটি পুনরায় চালু করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ সংক্রান্ত কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত ২টি নাম্বারে যোগাযোগর জন্য অনুরোধ করা হলো।
১। মোঃ ইয়াসিন চৌধুরী, মোবাইল নং-০১৭১১৫০৭৪১৭।
২। আব্দুল্লাহ আল মাহমুদ, মোবাইল নং-০১৭১১০৯২৪৫৬
স্বাক্ষরিত
শেখ সাঈদুর রহমান
অপারেশন ম্যানেজার
তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি)
No comments
Your opinion here...