২০২৪ সালে মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা।
২০২৪ সালে মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা। (১৫/০৯/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাণিসম্পদ অধিদপ্তর
খামার শাখা
www.dls.gov.bd
স্মারক নম্বর: ৩৩,০০,০০০০,১১২,৪৭,০০১.২৩.৪০৭
তারিখ। ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
১৫ সেপ্টেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৪ সালের মুরগি (সোনালী ও ব্রয়লার) ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ প্রসংগে।
সূত্রঃ ১। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর/২০২৪ খ্রিঃ তারিখের নং-৩৩,০০,০০০০,১১৬,১৫,০০৮.২০-৩১০ সংখ্যক পত্র।
২। কৃষি মন্ত্রণালয়, নীতি-৪ শাখায় ০২ সেপ্টেম্বাং, ২০২৪ খ্রিঃ তারিখের নং- ১২,০০,০০০০,০৭৮,৯৯,০১৬,১৭-১৯৬৮ সংখ্যক পত্র।
৩। কৃষি বিপণন অধিদপ্তরের ২৩ আগষ্ট, ২০২৪ খ্রিঃ তারিখের নং- ১২.০২.০০০০.০১৮.১৬.০০৩.২৪-১৭৭ সংখ্যক পত্র।
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের নেতৃবন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়াকিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর ২০২৪ সালের মুরগি (সোনালী ও ব্রয়লার) ও ডিমের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় উক্ত প্রতিবেদন পর্যালোচনাপূর্বক মুরগি (সোনালী ও ব্রয়লার) ও ডিমের মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারণকৃত যৌক্তিক মূলা সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায়, ২০২৪ সালের মুরগি (সোনালী ও রয়লার) ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য (উৎপাদন, পাইকারী ও খুচরা পর্যায়ে) সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
No comments
Your opinion here...