চলতি বছরে (২০২৪) প্রাথমিক শিক্ষা পদক প্রদানের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ১৪টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন সংক্রান্ত প্রাগম এর নির্দেশনা।
চলতি বছরে (২০২৪) প্রাথমিক শিক্ষা পদক প্রদানের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ১৪টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন সংক্রান্ত প্রাগম এর নির্দেশনা। (১২/০৯/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
নম্বর- ৩৮.০০৭.০২৩,০০২,০০,০৫.২০১২-৪৬২
তারিখঃ ২৮ ভাদ্র ১৪৩১
১২ সেপ্টেম্বর ২০২৪
বিষয়ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা, ২০২২ এর আলোকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা, ২০২২ এর অনুচ্ছেদ ৬-এর উপানুচ্ছেদ ৬.৪-এ উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা অংশের মোট ১৮টি ক্যাটাগরীর মধ্য থেকে নিম্নোক্ত ১৪টি ক্যাটাগরীতে এ বছরের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
১) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক:
২) শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা;
৩) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক;
৪) শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা;
৫) শ্রেষ্ঠ কাব শিক্ষক;
৬) শ্রেষ্ঠ কর্মচারী;
৭) শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার;
৮) শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (উপজেলা/থানা রিসোর্স সেন্টার);
৯) শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই);
১০) শ্রেষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার;
১১) শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট (পিটিআই);
১২) শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার;
১৩) শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
১৪) শ্রেষ্ঠ পিটিআই।
০২। এমতাবস্থায়, চলতি বছরে (২০২৪) প্রাথমিক শিক্ষা পদক প্রদানের লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের উল্লিখিত ১৪টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনের নিমিত্ত মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(আক্তারুন্নাহার)
উপসচিব
No comments
Your opinion here...