ad

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি।

Views

 


বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্নকরণ সংক্রান্ত প্রাশিঅ এর চিঠি। ১৭/০৯/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

 www.dpe.gov.bd 

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৫.১৯.০২৩.২০২৪, ৯১৫ 

তারিখ: ০২ আশ্বিণ ১৪৩১ 

১৭ সেপ্টেম্বর ২০২৪ 

বিষয়: বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন এবং প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্নকরণ সংক্রান্ত। 

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সেবা শাখা এর স্মারক নম্বর: ৩৭,০০,০০০০,০৬২,০৪,০০১,২৩-৩২৬, তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.। 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূণ তাঁদের সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাশন করার নিমিত্ত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হয়। উক্ত নীতিমালার অনুচ্ছেদ ৭.৬ এ প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে পুণী শিক্ষক নির্বাচনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সভা অদ্য ১৭.০৯.২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাইয়ের জন্য সার্চ কমিটি আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারই ধারাবাহিকতায় গুণী শিক্ষক বাছাইয়ের নির্ধারিত সময়সূচি নিম্নরূপ: 

ক) উপজেলা/ থানা পর্যায় -----১৯ সেপ্টেম্বর ২০২৪  তারিখ

জেলা পর্যায় : ---- ২১ সেপ্টেম্বর ২০২৪  তারিখ

 বিভাগ পর্যায় : ২২ সেপ্টেম্বর  ২০২৪ তারিখ 

২। বর্ণিত সময়সূচি অনুযায়ী, সংযুক্ত হকের মাধ্যমে গুণী শিক্ষক বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। 

৩। উপজেলা। থানা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ০১ (এক) জন গুণী শিক্ষকের নাম উপজেলা/ থানা প্রাথমিক শিক্ষা অফিসার মনোনয়নক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। জেলা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে ০১ (এক) জন গুলী ২। শিক্ষকের নাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনোনয়নক্রমে করে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে প্রেরণ করবেন। 

৪। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ০২ (দুই) জন করে এবং সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ থেকে ০১ (এক) জন করে গুণী শিক্ষকের নাম ও পূরণকৃত ত্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে হার্ডকপি ও Microsoft Word এর সফটকপি (ইউনিকোডে টাইপকৃত) dpeadbidda@gmail.com ই মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

৫। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ এর আলেকে আগামী ০৫ অক্টোবর ২০২৪ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার অনুরোধ করা হলো।

 ৬। বিষয়টি অতীব জরুরী। 

সংযুক্তি: 

১। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪। 

২। গুণী শিক্ষক বাছাই হক। 

স্বাক্ষরিত

মোঃ লুৎফুর রহমান

পরিচালক (পলিচি এন্ড অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.