ad

উপবৃত্তি সংক্রান্ত জরুরী ঘোষণা (২১/০৮/২০২৪খ্রি.)

Views

 


উপবৃত্তি সংক্রান্ত জরুরী ঘোষণা (২১/০৮/২০২৪খ্রি.) 

গত ২০২১-২২ অর্থবছর থেকে গত ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত যেসকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে, তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনঃবিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাউন্স ব্যাককৃত ডাটাসমূহের মোবাইল একাউন্ট সংশোধনের জন্য PESP MIS সফটওয়্যারে (পোর্টালে) গত ১৯/০৮/২০২৪খ্রি. তারিখ থেকে বিদ্যালয়ের ইউজারগণের (প্রধান শিক্ষক) জন্য প্রয়োজনীয় অপশন (পে-রোল ব্লক এন্ড বাউন্স ইএফটি) উন্মুক্ত করে দেয়া হয়েছে। 

বাউন্স ব্যাক করার কারণ: 

মোবাইল একাউন্ট ভুল, অথবা- মোবাইল একাউন্ট খোলা ছিল না, কিংবা- মোবাইল একাউন্ট খোলা থাকলেও সেটি এজেন্ট/মার্চেন্ট/উদ্যোক্ত/বন্ধ/সাসপেন্ডেড ইত্যাদি একাউন্ট ছিল। 

বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্য পালনীয়: 

***এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ একাউন্ট সিলেক্ট করা আছে কিনা যাচাই করবেন এবং না করা থাকলে নগদ একাউন্ট সিলেক্ট করবেন। 

***মোবাইল একাউন্ট নম্বর ভুল/Invalid Account (বন্ধ/সাসপেন্ডেড/এজেন্ট/মার্চেন্ট/উদ্যোক্তা নম্বর) হলে সংশোধন/পরিবর্তন করতে হবে। 

***নগদ একাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ একাউন্ট খোলা নিশ্চিত করতে হবে। ***যে সকল বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের প্রয়োজন নাই, সেগুলোও অপরিবর্তীত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে। তা নাহলে কোনভাবেই EFT পুন:বিতরণ হবে না। 

 *** একটি ভাটা প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সংশোধন করা যাবে।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.