ad

২০২৩-২৪ অর্থবছরের বকেয়া উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ

Views

 


২০২৩-২৪ অর্থবছরের বকেয়া উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ

উপবৃত্তি সংক্রান্ত।

আসসালামু আ'লাইকুম 

২০২৩-২৪ অর্থবছরের বকেয়া উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ: 

এতদ্বারা মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল ইউজারগণের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, গত ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২৪ সময়ের যে সকল সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবকের যথাক্রমে- নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, ট্রান্সফারকরণ-গ্রহণ, শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ, অনুমোদিত শিক্ষার্থীর তথ্য সংশোধন, মোবাইল একাউন্ট সংশোধন, যাচাই-বাছাই ও অনুমোদন করতে না পারার কারণে বর্ণিত সময়ের উপবৃত্তি বিতরণ করা সম্ভব হয় নাই সে সকল সুবিধাভোগী মা/অভিভাবকগণকে উল্লেখিত কিস্তির (জানু- জুন/২০২৪) উপবৃত্তি প্রদানের নিমিত্ত বর্ণিত অপশনসমূহ PESP MIS Software-এ সকল বিভাগের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

অপশন সংশ্লিষ্ট পেন্ডিং কার্যাদি ০২/০৯/২০২৪খ্রি. তারিখের মধ্যে বিনা ব্যর্থতায় সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য: উক্ত বকেয়া উপবৃত্তি প্রদানের কার্যাদি পরবর্তীতে সম্পন্নের আর কোন সুযোগ থাকবে না। উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৫/০৮/২০২৪খ্রি.



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.