সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুন:গঠন সংক্রান্ত প্রাগম এর চিঠি।
Views










দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করে এডহক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুন:গঠন সংক্রান্ত প্রাগম এর চিঠি। (২১.০৮.২৪)।












গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নং- ৩৮.০০৮,০৩৫,০০,০০,০০৭,২০১২-৪৩২
তারিখ: ০৬ ভাদ্র ১৪৩১
২১ আগস্ট ২০২৪
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনঃগঠন সংক্রান্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮,০০৮,০৩৫,০০,০০,০০৭,২০১২-৬৬৬, তারিখ: ০৬ নভেম্বর ২০১৯ উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বিদ্যমান পরিস্থিতিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের গত ০৬/১১/২০১৯ খ্রি: তারিখের ৩৮.০০৮,০৩৫.০০,০০,০০৭,২০১২-৬৬৬ নং প্রজ্ঞাপন দ্বারা জারিকৃত নীতিমালার অনুচ্ছেদ ৫ এর উপানুচ্ছেদ ৫.১ অনুযায়ী বাতিল করা হলো।
২। এ অবস্থায় উক্ত নীতিমালার অনুচ্ছেদ ২ এর উপানুচ্ছেদ ২.১০ অনুযায়ী এডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জনা নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৩। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত
আক্তারুন্নাহার
উপসচিব
No comments
Your opinion here...