ad

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের পিআরএল, পেনশন ও গ্রাচ্যুইটি মঞ্জুর সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views

 


জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের পিআরএল, পেনশন ও গ্রাচ্যুইটি মঞ্জুর সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (২৬/০৬/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০ ০০০০.১৪৫.১৩.০০২.১৪- ৭৭৩ তারিখ আষাঢ় ১৪৩১ ২৬ জুন ২০২৩

বিষয়: জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের পিআরএল, পেনশন ও গ্রাচ্যুইটি মঞ্জুর সংক্রান্ত।

সূত্র: ১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম-এর স্মারক নম্বর: জেপ্রাশিঅকুচি/২০২৪/৪৯৬, তারিখ ০৭/০৩/২০২৪। ২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দিনাজপুর-এর স্যারক নম্বর: জেপ্রাশিঅ/দিনাজ/যোগ্যতা বিহীন শিক্ষক/৬৯৫, তারিখ ১৩/০৩/২০২৪।

৩। দিনাজপুর জেলার ১৯জন অবসরপ্রাপ্ত যোগ্যতাবিহীন শিক্ষকের আবেদন পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতাবিহীন শিক্ষকদের পিআরএল, পেনশন ও গ্রাচ্যুইটি মঞ্জুরীর বিষয়ে ২৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রকাশিত গেজেট, ০২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত সংশোধিত গেজেট এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং ৩৮.০০৭.০১৫.০০০.০৩.০০,২০১৩ (অংশ)-৭১, তারিখ: ১৫/০৪/২০২৪ মূলে গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনের বিষয়ে প্রদত্ত নির্দেশনা-এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

তাপস কুমার আচার্য্য সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)


DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.