ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ধারাবাহিক মূল্যায়ন' প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ধারাবাহিক মূল্যায়ন' প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (৩০/০৬/২০২৪)
অতীব গুরুত্বপূর্ণ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং ৩৮.০১.০০০০.৬০০.১৪.০২৫.২২- 880
তারিখ: ৬ আষাঢ় ১৪৩১ ৩০ জুন ২০২৪
বিষয়: 'ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ধারাবাহিক মূল্যায়ন' প্রসঙ্গে
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় শিক্ষক ও কর্মকর্তাদের ৫ (পাঁচ) দিনব্যাপী 'ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ধারাবাহিক মূল্যায়ন' বিষয়ে মাঠপর্যায়ে নির্ধারিত উপজেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ বিদ্যালয় খোলার দিন হতে 'তৃতীয় শ্রেণির বাংলা, গণিত; চতুর্থ শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদত্ত লিংক Tangerin Teech এবং কর্মকর্তাগণ Tengerin Coach ব্যবহার করে শিক্ষার্থী ও শিক্ষকদের ফিডব্যাক এবং মূল্যায়ন রেকর্ড সংরক্ষণপূর্বক তা IPEMIS সিস্টেমে নিয়মিত আপলোড করবেন। ২। বর্ণিত বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৩। বিষয়টি ডিএলআই সম্পর্কিত হওয়ায় অতীব গুরুত্বপূর্ণ। সার্ভার লিংক: https://drive.google.com/drive/folders/1W-RAtL2So9NhwkEb5FnXFN-wBfL.3e3zU?usp=sharing সংযুক্তি: বিদ্যালয়ের তালিকা।
মোঃ ইমামুল ইসলাম
পরিচালক, চলতি-দায়িত্ব (প্রশিক্ষণ)
ফোন: ৫৫০৭৪৯৩১
প্রাপক উপজেলা শিক্ষা অফিস, উখিয়া, সদর কক্সবাজার/ পটিয়া, চন্দনাইশ, চট্টগ্রাম। হাইমচর, চাঁদপুর সদর, বান্দরবান সদর, মাগুরা/ বাঘার পাড়া, শার্শা, যশোর। শ্যামনগর, সাতক্ষীরা। সদর গাজীপুর। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ/ সদর গাজীপুর/ মিরপুর, সাভার, ঢাকা/ রায়পুরা, নরসিংদী। পটুয়াখালী সদর/ চরফেশন, সদর, ভোলা / মোহনগঞ্জ, নেত্রকোণা। ধুবাউরা, সদর, ময়মনসিংহ। রৌমারি, সদর, কুড়িগ্রাম। ডোমার, নীলফামারী। শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ। পবা, পুঠিয়া, রাজশাহী। শ্রীমঙ্গল, মৌলভীবাজার/ ওসমানীনগর, জৈন্তাপুর, সিলেট (৩১ উপজেলা)।
No comments
Your opinion here...