ad

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (APA) অগ্রগতি প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।

Views

 


বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (APA) অগ্রগতি প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (০১.০৭.২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২. মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

তারিখ: ১৭ অষাঢ় ১৪৩১

০১ জুলাই ২০১৪

স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১০৭.০৬.০০৪.২২. ১৩০১

বিষয়: ২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি'র ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২৪) অগ্রগতিসহ বার্ষিক জুলাই২৩-জুন ২৪) অগ্রগতি প্রতিবেদন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি'র ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২৪) অগ্রগতিসহ বার্ষিক জুলাই২৩-জুন ২৪) অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরসমূহ কর্তৃক APAMS সফটওয়্যারে আগামী ১৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

২ বর্ণিত বিষয়ে বিভাগীয় উপপরিচালকগণকে তাঁদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর ৪র্থ ত্রৈমাসিক প্রতিবেদন সূচকভিত্তিক প্রমাণকসহ APAMS সফটওয়্যারে ১৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে দাখিল পূর্বক আপলোডকৃত প্রতিবেদনের কপি ১৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে ddestabdpe@gmail.com/sayeeda.irany05@gmail.com ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

৩। বিভাগীয় উপপরিচালকগণ তাঁর আওতাধীন জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং পিটিআইসমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২৪) অগ্রগতিসহ বার্ষিক ( জুলাই২৩-জুন ২৪) অগ্রগতি প্রতিবেদন ১৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে APAMS সফটওয়্যারে দাখিল পূর্বক আপলোডকৃত প্রতিবেদনের কপি ১৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে একইভাবে সংগ্রহ করবেন এবং ফলাবর্তন প্রদান করবেন।

8। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সুপারিনটেনডেন্টগণ তাঁর আওতাধীন দপ্তরসমূহে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২৩-২৪ এর ৪র্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২৪) অগ্রগতিসহ বার্ষিক( জুলাই২৩-জুন ২৪) অগ্রগতি প্রতিবেদন ১৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট উর্দ্ধতন দপ্তরসমূহে দাখিল করার নির্দেশনা দিবেন।

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)

DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.