ad

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ হতে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং ‘নগদ’ একাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টসমূহ ‘নগদ’-এ রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে PMEAT এর নির্দেশনা।

Views

 


প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ হতে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং ‘নগদ’ একাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টসমূহ ‘নগদ’-এ রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে PMEAT এর নির্দেশনা। (১১/০৬/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

 সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 

বাড়ি-৪৪, সড়ক- ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ 

www.pmeat.gov.bd

 

স্মারক নং- এইচএসপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০ (অংশ-০১)/১৯৬

তারিখ: ১১.০৬.২০২৪ খ্রি.

বিষয়: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ হতে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং 'নগদ' একাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টসমূহ 'নগদ'-এ রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে।

সূত্র: ক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্মারক নং- এইচএসপি/এমআইএস/আইসিটি/মাঠ পর্যায়/২০২৩/৬(১০৯০); তারিখ: ১৮.০৪.২০২৪ খ্রি. খ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্মারক নং- এইচএসপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০ (অংশ-০১)/১২৮: তারিখ: ০৮.০৫.২০২৪ খ্রি.

গ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্মারক নং- এইচএসপি/মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০ (অংশ-০১)/১৫৩; তারিখ: ২৭.০৫.২০২৪ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত/উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ হতে ১২শ শ্রেণির অনলাইন ব্যাংক (এজেন্ট ব্যাংকিংসহ) এবং 'নগদ' হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (বিকাশ, রকেট, উপায়, শিওরক্যাশ ও এম ক্যাশ) প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে HSP-MIS সফটওয়্যারে 'নগদ'-এ রূপান্তর করার সময়সীমা ০৮/০৬/২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো। এছাড়াও, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগদ/আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা ১০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো।

২। অগ্রগতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী ২৭/০৬/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

৩। উল্লেখ্য, HSP-MIS সফটওয়্যারে ইতোমধ্যে অন্তর্ভুক্ত 'নগদ' একাউন্টসমূহের তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে 'যাচাই বাটন' এ ক্লিক করে পুরনায় সংরক্ষণ করতে হবে।

৪। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগদ/আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

স্বাক্ষরিত

(মোহাম্মদ আনাদুলহ হক)

স্কিম পরিচালক (যুগ্মসচিব)

ফোন: ০২-৫৫০০২০৭৩



PMEAT সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.