উপবৃত্তি চাহিদা সংক্রান্ত নোটিশ।
Views
উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
উপবৃত্তি চাহিদা সংক্রান্ত নোটিশ।
চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন এর শেষ তারিখ আজ ১৩ জুন ২০২৪
চাহিদা সংক্রান্ত জরুরী নোটিশ
গত ১১ জুন ২০২৪ তারিখ বেলা ১১:৩০টা থেকে একই সাথে সারাদেশের ০৮টি বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য চাহিদা মডিউলের সকল অপশনসমূহ (চাহিদা প্রস্তুত, সংরক্ষণ ও ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই এবং অনুমোদন অপশসসমূহ) উন্মুক্ত করা হয়েছে এবং ১৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
চাহিদা প্রস্তুতের পূর্ব কার্যক্রম যথাক্রমে- নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি এবং শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শতভাগ সম্পন্ন করার জন্য বারংবার তাগিদ দেয়া সত্বেও অনেক বিদ্যালয়ের বর্ণিত কার্যক্রম পেন্ডিং থাকার ফলে (বিশেষ করে ডাটা এন্ট্রি ও হালনাগাদপূর্বক ক্লাস্টারে প্রেরণ, যাচাইবাছাই ও অনুমোদন পেন্ডিং রয়েছে) চাহিদা অপশনে শতভাগ ডাটা প্রদর্শিত হচ্ছে না মর্মে মাঠ পর্যায় এবং উপবৃত্তি পোর্টালে দেখা যায়।
একইভাবে চাহিদা অপশনে প্রদর্শিত শতভাগ ডাটার চাহিদা যথাসময়ে প্রস্তুতপূর্বক যাচাই-বাছাই ও অনুমোদন সম্পন্নকরণের পরিবর্তে পেন্ডিং থাকার আশংকা তৈরি হয়েছে। চিত্র নিম্নরূপ:
চাহিদা প্রস্তুত, যাচাই-বাছাই ও অনুমোদন সংক্রান্ত বিবরণী
চাহিদা প্রস্তুতযোগ্য মোট ডাটা
চাহিদা প্রস্তুত পেন্ডিং (School)
চাহিদা ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং (School)
চাহিদা ক্লাস্টারে যাচাই-বাছাই পেন্ডিং (AUEO)
চাহিদা উপজেলায় অনুমোদন পেন্ডিং (UEO)
অনুমোদিত চাহিদা
৯১,৯৯,২৬৮
৮,১১,০২৮
৫,৬৯,২৩২
১৬,৩২,০৮৪
২০,২০,৬৩৮
মোট চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন পেন্ডিং
৫০,৩২,৯৮২
৪১,৬৬,২৮৬
আগামী ১৪ জুন ২০২৪ তারিখ ও ১৫ জুন ২০২৪ তারিখ আইবাস++ কর্তৃক পে-রোল প্রস্তুত করা হবে বিধায় ১৩ জুন ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে চাহিদা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিদ্যালয় কর্তৃক চাহিদা ক্লাস্টারে প্রেরণের পূর্বে প্রধান শিক্ষকগণ অবশ্যই চাহিদা রিপোর্ট অপশনের চাহিদার বিস্তারিত প্রতিবেদন যাচাই করে নিবেন।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৩ জুন ২০২৪ সময়: ১২:৩৯ (AM)।
No comments
Your opinion here...