ad

২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ও অন্যান্য কাজ সম্পাদনের লক্ষ্যে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।

Views

 


২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত ও অন্যান্য কাজ সম্পাদনের লক্ষ্যে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশনা।(১৩/০৬/২০২৪)

👉বিদ্যালয় প্রতি বরাদ্দঃ ১৫০০০০/-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮,০১.০০০০,৫০০,২০,১৩৩,২২-১৭৭০ তারিখ: ১৩ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ
বিষয়ঃ ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত অর্থ হতে ১০৮১ (এক হাজার একাশি)টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত-সংস্কার ও অন্যান্য কাজ সম্পাদনের লক্ষ্যে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮-অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ৪০,০০,০০,০০০/- (চল্লিশ কোটি) টাকা হতে সংযুক্ত তালিকার ১০৮১ (এক হাজার একাশি)টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত-সংস্কার ও অন্যান্য কাজ সম্পাদনের লক্ষ্যে ১৬,২১,৫০,০০০/- (ষোল কোটি একুশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিম্নবর্ণিত শর্তে ব্যয়ের বরাদ্দ ও মঞ্জুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে (উপজেলা/থানা শিক্ষা অফিসার) উক্ত অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হলোঃ ক) এ অর্থ ব্যয়ে সরকারের সকল আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে; খ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে ২০১৩ খ্রিষ্টাব্দ এর ৩৮.০০৬.০২০,০৭,০০,০৪৫.২০০৯-১৩৮ নং স্মারক এবং ২২ মে ২০১৯ খ্রিষ্টাব্দ এর ৩৮,০০,০০০০,০০৬,২০, ০৪৫.১৯.২৩৩ নং স্মারকে জারীকৃত নীতিমালার আলোকে এবং বিভাজন অনুসরণ ব্যতীত অর্থ ব্যয় করা যাবে না;
গ) এই ব্যয় ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ৪০,০০,০০,০০০/- (চল্লিশ কোটি) টাকা হতে মিটানো হবে; ঘ) ভ্যাট পরিশোধের প্রমাণক সংরক্ষণ করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তার উপর দায়ভার বর্তাবে; ঙ) আগামী ৩০ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ এর মধ্যে মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করতে হবে; চ) নীতিমালার ১১(ট) শর্তের আলোকে ১০ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ এর মধ্যে অর্থ বরাদ্দ, অর্থ ব্যয়, অব্যয়িত অর্থ উল্লেখপূর্বক ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তার উপর দায়ভার বর্তাবে; ছ) সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ২০ মে ২০১৩ খ্রিষ্টাব্দ এর নীতিমালার ১(৭) এ উল্লেখিত "দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়/প্রতিষ্ঠান ব্যতিত অন্য সকল অধিক ক্ষতিগ্রস্ত মেরামত/সংস্কার/পুননির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হলে পরবর্তী ০৫ (পাঁচ)ণ বছর ঐ সকল বিদ্যালয়/প্রতিষ্ঠানে মেরামত/সংস্কার/পুননির্মাণ বাবদ কোন অর্থ বরাদ্দ প্রদান করা যাবে না" শর্ত প্রযোজ্য হবে;
জ) নিবিড় তদারকীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সমাপ্ত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও এসএমসি এর উপর দায় বর্তাবে; ঝ) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, এলজিইডি যথাযথভাবে কার্যক্রম তদারকী করবেন; ঞ) অডিটের প্রয়োজনে সকল বিল-ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে; ট) অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৪ খ্রিষ্টাব্দের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে;
২। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে। সংযুক্তিঃ বিদ্যালয়ের তালিকা ও বরাদ্দ ৩৬ (ছত্রিশ) পাতা
স্বাক্ষরিত
মোঃ নূরুল ইসলাম উপপরিচালক (চলতি দায়িত্ব)


পিডিএফ ডাউনলোড (List)

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.