পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে SLIP কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে SLIP কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (১২/০৬/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং: ৩৮.০১.০০০০.৭০০,৯৯.০০৩.১৮-২৭৪/৪ তারিখ: ২৯ আষাঢ় ১৪৩১ ১২ জুন ২০২৪
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরের প্রাপ্ত বিশেষ অর্থ বরাদ্দ থেকে School Level Improvement Plan (SLIP) কার্যক্রম বাস্তবায়ন।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমান ২০২৩-২৪ অর্থ বছরে School Level Improvement Plan (SLIP) কার্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে (Formula Based) ইতোমধ্যে দুই কিস্তিতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। পরবর্তীতে বিশেষ বরাদ্দ হতে হোয়াইট বোর্ড, মার্কার কলম, লাইট ইত্যাদি ক্রয় এবং ল্যাপটপ-মাল্টিমিডিয়া মেরামতসহ অতিজরুরী কার্যক্রম গ্রহণের কাজে ব্যবহার করার বিষয়ে মহাপরিচালক (গ্রেড-১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় কর্তৃক অনুমোদিত হয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিগত ২১ নভেম্বর ২০২৩ তারিখে অনুমোদিত "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩" অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য ইতোমধ্যে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী হোয়াইট বোর্ড, মার্কার কলম, লাইট ইত্যাদি ক্রয় এবং ল্যাপটপ-মাল্টিমিডিয়া মেরামতসহ অতিজরুরী কার্যক্রম গ্রহণের জন্য এ খাতে মোট প্রয়োজনীয় অর্থের পরিমান নিম্নরূপ:
No comments
Your opinion here...