প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 'মে/২০২৪ মাসের সমন্বয় সভার কার্যবিবরণী।
Views




















DPE এর সকল আপডেট লিঙ্ক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 'মে/২০২৪ মাসের সমন্বয় সভার কার্যবিবরণী।




















সভার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা/সিদ্ধান্তসমুহঃ
১) মাননীয় প্রধানমন্ত্রীর ১১টি প্রতিশ্রুতি ও ১৬টি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন।
২) নতুন প্রতিষ্ঠিত ০৮টি উপজেলায় বড় হলরুমসহ মডেল স্কুল স্থাপন/চালু।
৪) বিদ্যালয়বিহীন এলাকায় নতুন ২০০টি বিদ্যালয় স্থাপন।
৫) ৫০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ একত্রীকরণ।
৬) শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।
৭) যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের উপবৃত্তি প্রদান এবং কোন পরিবারের ৩ জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করলে ৩য় জনের জন্যও উপবৃত্তি দিতে হবে।
৮) প্রাথমিক বিদ্যালয়ের ৪০০০ জন শিক্ষকের প্রশিক্ষণ অনলাইন প্লাটফর্মে সময়মত সম্পন্ন করতে হবে।অবশ্যই ছুটির দিনে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।
৯) ডিপিই এর সকল কর্মকর্তাকে হোয়াটসএপ ভিডিও কলে প্রতিটি বিভাগ কর্তৃক সপ্তাহে ১০টি করে বিদ্যালয় অনলাইনে পরিদর্শন করতে হবে।
১০) বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের কম্পিটেন্সি অর্জন নিশ্চিত করতে মাঠপর্যায়ে মনিটরিং জোরদার করতে হবে।
১১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জমি সঠিকভাবে রেকর্ডভুক্তকরণ।
১২) শিক্ষকদের শুন্যপদের তথ্য যেসব ইউইও/টিইও হালনাগাদ করেনি তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করতে হবে।
১৩) প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের বামপার্শ্বে ও বিদ্যালয়ের মূল ভবনে মনোগ্রাম স্থাপন করতে হবে।এজন্য একটি স্ট্যান্ডার্ড মাপ চুড়ান্ত করে নির্দেশনা জারি করতে হবে।
১১) বিদ্যালয় পর্যায়ে রক্ষণাবেক্ষণ,সংস্কার, নির্মাণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে বরাদ্দের ৫০% অগ্রিম দেয়া যেতে পারে।
১২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা পর্যন্ত সকলকে কর্পোরেট মোবাইল সিম(SIM) সরবরাহ করতে হবে।বাজেট সংস্থান হলে সীমিত পরিসরে Talk time প্রদান করা যেতে পারে।
(কষ্ট করে পড়ার জন্য সকলকে ধন্যবাদ)
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...