পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ এবং ২০২৩ সালের উপজেলা-থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার (UBSA)” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার (HSCA)” এর জন্য নির্বাচিত শিক্ষার্থীর ব্যাংক হিসাব খোলায় সতর্কতা অবলম্বন প্রসঙ্গে মাউশি এর নির্দেশনা।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ এবং ২০২৩ সালের উপজেলা-থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার (UBSA)” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার (HSCA)” এর জন্য নির্বাচিত শিক্ষার্থীর ব্যাংক হিসাব খোলায় সতর্কতা অবলম্বন প্রসঙ্গে মাউশি এর নির্দেশনা। (১১/০৬/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
E-mail: pbgsedp2021@gmail.com
স্মারক: পিবিজিএসআই/এসইডিপি/পুরস্কার/৪৮/২০২৪/২০১১
তারিখ: ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ ১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ এবং ২০২৩ সালের "উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)"- এর জন্য নির্বাচিত শিক্ষার্থীর ব্যাংক হিসাব খোলায় সতর্কতা অবলম্বন প্রসঙ্গে।
সূত্র: ১. পিবিজিএসআই/এসইডিপি/পুরস্কার/৪৮/২০২৪/২৭৬; তারিখ: ৬ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, ২. পিবিজিএসআই/এসইডিপি/পুরস্কার। ৪৮/২০২৪/২৭৫; তারিখ: ৬ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ,
উপর্যুক্ত বিষয় এবং সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)" স্কিমের আওতায় ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি পর্যায়ের "উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং এইচএসসি পর্যায়ের "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)" প্রদানের লক্ষ্যে দেশের সকল শিক্ষা বোর্ড-এর সংগ্রহীত তথ্য হতে তালিকা প্রস্তুতপূর্বক গত ০৬/০৬/২০২৪ খ্রি. তারিখে সূত্রোস্থ পত্রের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রেরিত তালিকায় বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার উপজেলাসমূহে একই শিক্ষার্থীর নাম দু'বার পরিলক্ষিত হচ্ছে। আবার ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় এইচএসসি পর্যায়ের ২০২২-এর শিক্ষার্থী এবং ২০২৩ এর শিক্ষার্থী একই দেখানো হয়েছে। যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এখানে উল্লেখ্য যে, "উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" প্রদানের জন্য এসএসসি পর্যায়ের বিভাগভিত্তিক সর্ব্বোচ্চ নম্বরধারী ১ জন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী; দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী একজন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী ১ জন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী অর্থাৎ প্রতি উপজেলা থেকে মোট দশ জন ১০,০০০ দেশ হাজার টাকা প্রতিজন) টাকা করে পুরস্কার পাবে। একইভাবে এইচএসসি পর্যায়ের "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)" প্রদানের জন্য এইচএসসি পর্যায়ের বিভাগভিত্তিক সর্ব্বোচ্চ নম্বরধারী ১ জন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী; আসিম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী একজন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী ও এইচএসসি বিএম পরীক্ষায় সর্ব্বোচ্চ নম্বরধারী ১ জন করে ছাত্র এবং ১ জন করে ছাত্রী অর্থাৎ প্রতি উপজেলা থেকে মোট দশ জন ২৫,০০০ (পঁচিশ হাজার টাকা প্রতিজন) টাকা করে পুরস্কার পাবে। অর্থাৎ এক বছরে প্রতি উপজেলা থেকে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী উক্ত পুরস্কার সমুহের সুবিধাভোগী হবে। কোনো ভাবেই ২০২২-এর উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)- এর নির্বাচিত শিক্ষার্থী ২০২৩-এ পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আবার একইভাবে ২০২২-এর উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)- এর নির্বাচিত শিক্ষার্থী ২০২৩-এ পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই।
অতএব শিক্ষার্থীর ব্যাংক হিসাব খোলার সময় একই রেজিষ্ট্রেশন নম্বরধারী শিক্ষার্থীর নামে যেন একাধিক হিসাব খোলা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ)
স্কিম পরিচালক
ফোন- ০২-২২৬৬৭৩০০
No comments
Your opinion here...