চাহিদা অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত জরুরী নোটিশ।
Views










নির্ভুলভাবে চাহিদা প্রস্তুত করতে এ সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে, সঠিক মাস সংখ্যা সিলেক্ট করে চাহিদা সংরক্ষণ করতে হবে।
চাহিদা অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত জরুরী নোটিশ। (১১.০৬.২৪)।












চাহিদা অপশন উন্মুক্তকরণ সংক্রান্ত জরুরী নোটিশ
অদ্য ১১ জুন ২০২৪ তারিখ বেলা ১১:৩০টা থেকে একই সাথে সারাদেশের ০৮টি বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য PESP MIS Software (Online Portal)-এ চাহিদা মডিউলের সকল অপশনসমূহ (প্রধান শিক্ষক কর্তৃক চাহিদা প্রস্তুত, সংরক্ষণ ও ক্লাস্টারে প্রেরণ, এইউইও/এটিইও কর্তৃক চাহিদা যাচাই-বাছাই এবং ইউইও/টিইও কর্তৃক চাহিদা অনুমোদন অপশসসমূহ) উন্মুক্ত করা হয়েছে (এই মুহুর্তে চাহিদা ক্লাস্টারে জমাদান অপশন ব্যতিরেকে) মর্মে আইবাস++ থেকে জানানো হয়েছে।
আগামী ১৩ জুন ২০২৪ তারিখের মধ্যে চাহিদা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট সকল ইউজারগণ কর্তৃক ইতোপূর্বে প্রেরিত পত্রের মর্ম মোতাবেক সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
চাহিদা ক্লাস্টারে জমাদান অপশন বিকালের মধ্যে চালু হবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১১ জুন ২০২৪।
No comments
Your opinion here...